শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৩:৫৭ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলকে আমার ক্রিকেট বলে মনে হয় না : মাইকেল হোল্ডিং

স্পোর্টস ডেস্ক : [২] খেলোয়াড়ি জীবন শেষে ক্যারিবীয় কিংবদন্তি মাইকেল হোল্ডিং থিতু হয়েছেন ধারাভাষ্যে। মাইক্রোফোন হাতে তিনি দাপিয়ে বেড়ান বিশ্বজুড়ে সব ক্রিকেট মাঠে। তবে কখনও ধারাভাষ্য দিতে দেখা যায়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। কারণ আইপিএলকে ক্রিকেট বলেই গণ্য করেন না তিনি।

[৩] বর্তমান সময়ে টি-টোয়েন্টি লিগগুলোর আবেদন চোখে পড়ার মত। বিশেষ করে ভারতের লিগ আইপিএলকে ঘিরে উৎসবের ঢেউ বয়ে যায় গোটা ক্রিকেট দুনিয়ায়। এই লিগে অংশ নিতে মুখিয়ে থাকেন ক্রিকেটার, কোচ, ধারাভাষ্যকার সবাই। কিন্তু আইপিএলসহ বিশ্বের টি-টোয়েন্টি লিগগুলোতে রাজ্যের অনীহা আর বিরক্তি হোল্ডিংয়ের।

[৪] তিনি বলেন, আপনি যখন কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট জিতবেন, সেটা কিন্তু আপনাকে পুনরুজ্জীবিত করবে না। এমনকি এই ফরম্যাট ক্রিকেটও নয়। এই টি-টোয়েন্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্ট ক্রিকেটে শীর্ষ স্থান দখল করা খুব কঠিন হতে চলেছে।

[৫] অথচ টি-টোয়েন্টি লিগগুলো এখন জনপ্রিয়তার শীর্ষে। অনেক ক্রিকেটার আন্তর্জাতিক খেলা রেখে মনোযোগ দিচ্ছেন টি-টোয়েন্টি লিগে। হোল্ডিং দাবি তুলেছেন, লিগগুলো যেন নিষিদ্ধ করা হয়, বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলো নিষিদ্ধ করা করা উচিৎ। যখন একটি দরিদ্র দেশ, যারা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতের মতো পারিশ্রমিক দিতে পারে না. তখন সেই দেশের খেলোয়াড়রা টি-টোয়েন্টি খেলতে যাবেই। ওয়েস্ট ইন্ডিজ এবং অন্যরা সেটাই করছে।

[৬] আইপিএলে কেন কখনও ধারাভাষ্য দেওয়া হয়নি, এমন প্রশ্নের জবাবে হোল্ডিং আইপিএলকে ক্রিকেট বলেই গণ্য করতে চাননি। তিনি উত্তর দিয়েছেন- আমি শুধুমাত্র ক্রিকেটেই ধারাভাষ্য করি।

[৭] হোল্ডিং অবশ্য টি-টোয়েন্টি প্রীতির পেছনে ক্রিকেটারদের দোষ দেখছেন না। তার মতে মাত্রাতিরিক্ত টাকার ছড়াছড়িই এমন পরিস্থিতির কারণ।

[৮] তিনি বলেন, আপনি যখন ছয় সপ্তাহের মধ্যে ছয় লক্ষ থেকে আট লক্ষ ডলার উপার্জন করবেন, তখন আপনি কি করবেন? আমি ক্রিকেটারদের দোষ দিচ্ছি না। আমি প্রশাসকদের দোষ দিচ্ছি। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয় পাচ্ছে। অথচ টেস্ট ক্রিকেট খেলার জন্য তাদের কখনও চাপ দেওয়া হয় না। - বিডি ক্রিকটাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়