শিরোনাম
◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ১২:২৫ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২১, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ রাতে যুক্তরাষ্ট্র ও চীন থেকে ৩৩ লাখ টিকা আসছে

শাহীন খন্দকার: [২] ভারতের সেরাম ইনস্টিটিউট প্রতিশ্রুতির টিকা বাংলাদেশকে না দেওয়ায় বিপদে পড়ে বাংলাদেশ। পরবর্তীতে করোনা টিকা উৎপাদিত দেশের সঙ্গে বাংলাদেশ সরকারের কুটনৈতিক তৎপরতার সুফল আসতে শুরু করেছে। শুক্রবার রাত ১১ঃ২০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার প্রায় ১২ লাখ ডোজ ও রাত ১২:৩০ টায় চীনের সিনোফার্মের প্রায় ১১ লাখ ডোজ কভিড-১৯ ভ্যাক্সিন গ্রহন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি। তথ্য সুত্র পি.আর.ও/ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

[৩] এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা, রোবেদ আমিন বলেন, ‘আমরা ঠিক পথে আছি। আশা করছি, টিকার সংকট কাটিয়ে উঠতে পারবো।’টিকা সংগ্রহের বিষয়ে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি এবং এখন আমরা কোভ্যাক্সের আওতায় টিকা পাচ্ছি। একইসঙ্গে চীনের কাছ থেকেও টিকা পাওয়া গেছে।’

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, কোভ্যাক্সের আওতায় শনিবারের মধ্যে ২৫ লাখ টিকা চলে আসবে এবং আরও দেশের কাছ থেকে টিকা চাওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, ‘চীনের কাছ থেকে আমরা আজকে ২০ লাখ টিকা পাচ্ছি এবং সামনে চুক্তি অনুযায়ী আরও টিকা সরবরাহ করা হবে।

[৫]শুক্রবার রাত ১১টার দিকে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের প্রথম চালান আসবে এবং দ্বিতীয় চালান আসবে শনিবার সকাল ৮টার দিকে। অপরদিকে চীনের ২০ লাখ টিকার চালান আজ রাত ১২টার দিকে ঢাকায় এসে পৌঁছাবে। এসময়ে পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও উভয় দেশের রাষ্ট্রদূতসহ অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে রাতে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে বলে জানালেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়