শিরোনাম
◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ ◈ ইন্ডিগোর কর্মী সংকটে তিন দিনে ৩০০টির বেশি ফ্লাইট বাতিল, দুর্ভোগে হাজারো যাত্রী ◈ প্রতিযোগীদের আগ্রাসী বাজার দখল, বাংলাদেশের রফতানিতে চাপ বাড়ছে ◈ সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির সাফ বার্তা: সময়মতো নির্বাচন চাই ◈ ভোক্তা অধিদপ্তরে কী কী ক্ষেত্রে অভিযোগ করতে পারবেন, কীভাবে করবেন ◈ বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস ◈ হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে তিন ব্যক্তি: রাজস্ব কর্মকর্তার ভাষ্য ◈ ডিএমপি’র ৫০ থানার ওসি পদে রদবদল

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৪:৫৩ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফারাহ দোলন: এই সব ভোরের রাতের বৃষ্টির নাম 'মন খারাপের' বৃষ্টি

ফারাহ দোলন:  এই সব ভোরের রাতের বৃষ্টির নাম 'মন খারাপের'' বৃষ্টি।

আমার নানীর বাসার উত্তর দিকে, টিনের চালের ঘর ছিলো। বৃষ্টির শব্দ শোনার জন্য কান পাততে হতো না। বৃষ্টির ধ্বনি নিজ দায়িত্বেই কানে এসে পৌঁছাতো। বাসার পশ্চিম পাশে ছিলো অনেক বড় খোলা মাঠ। মাঠ ভর্তি গাছ। সোদামাটির গন্ধের জন্য তখন ব্যাকুল হয়ে থাকতে হতো না। সোদামাটির ঘ্রাণ আপনাআপনিই নাকে এসে লাগতো। দিন-হোক, কিংবা রাত— বৃষ্টি এলেই ছাদে ছুটতাম। রাতের বেলা বৃষ্টিতে খেজুর গাছ, আম গাছ, কদম গাছ, নারকেল গাছের পাতা চিকচিক করতো। অপলক তাকিয়ে থাকতাম। পাতায় চিকমিক করা ঝিকিমিকি আলো দেখতাম। খেজুর গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদ আর বৃষ্টি একত্রে দেখতাম।
অনেক বড় বাগান ছিলো। আমার আর আম্মুর হাতে গড়া। প্রতি বর্ষায় আমি আর আম্মু আরও কতো নতুন নতুন গাছ লাগাতাম, কলম বানাতাম!! ছাদ থেকে ফুলগুলোর ঘ্রাণ আমার চারতলার বারান্দায় এসে লুটে পড়তো। বর্ষায় বাগানের ভরা যৌবন আমি আর মা দু'চোখ ভরে দেখতাম। গাছগুলোকে আদর করতাম। আলতো করে হাত বোলাতাম।

আমাদের জানালা দিয়ে কদম ফুল ছোঁয়া যেতো। সেই কদম গাছে কাকের বাসা ছিলো একটা। ওরা মাঝেমধ্যে আমার জানলায় এসে বসতো। আমরা পরিচিত হয়ে উঠেছিলাম। ওরা আমাকে চিনতো। ভয় পেতো না। উড়াল দিয়ে পালিয়ে যেতো না। মাঝেমধ্যে খাবার ছড়িয়ে রাখতাম জানলায়। ওরা নির্ভয়ে এসে বসতো। কাকও মায়া বোঝে?— অবাক হতাম।

ছেড়ে আসলাম। একদিন সব ছেড়ে আসলাম। এখন সোদামাটির ঘ্রাণ পাবার আশায় নাকে বেশি বেশি করে স্টেরয়েড স্প্রে দিকে থাকি। নিজেকে বুঝ দেই, 'নাকের সমস্যার জন্য তুমি সোদামাটির ঘ্রাণ পাও না দোলন।' বুঝে কতোটুকু কাজ হয় জানি না।

আগে যখন তখন বৃষ্টি গায়ে মাখতাম। পানিতেই যে আমার সুখ। এখন বৃষ্টির জল গায়ে লাগলেও ৩/৪ দিন শুয়ে কাটাই। বৃষ্টি কি অভিশাপ দিলো তবে? প্রকৃতি অভিশাপ দেয়?? দেয় না। প্রকৃতি মানুষের বিচার করে। সেই বিচারে আমার দণ্ড হয়েছে। সোদামাটির ঘ্রাণ নাকে এসে লাগে না। বৃষ্টির শব্দ ঠিকঠাক কানে এসে পৌঁছায় না। কতো বছর হয়ে গেলো কদম ছোঁয়া হয় না। আমার এখন হাত বোলাবার মতন কোনো গাছ নেই।

এই সব ভোর রাতের নির্জন বৃষ্টিতে এখন আর বিষণ্ণতা ধুয়ে যায় না। বরং বিভিন্ন রঙের বিষণ্ণতা রেখে যায় বৃষ্টি...

ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়