শিরোনাম
◈ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে যুবদল নেতা গুলিবিদ্ধ ◈ মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ◈ শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে জাতিসংঘকে হতে হবে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক: ড. মুহাম্মদ ইউনূস ◈ ওমরাহ যাত্রায় এখন থেকে রিটার্ন টিকিট বাধ্যতামূলক: নতুন নির্দেশনায় কড়াকড়ি সৌদি কর্তৃপক্ষের ◈ আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস ◈ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা ◈ শাহবাগে আর্থিক লেনদেন বিরোধে এনসিপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’ ◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০১:২৯ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতাল থেকে লাইভে এলেন কবীর সুমন (ভিডিও)

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় গায়ক, গীতিকার ও সঙ্গীত পরিচালক কবীর সুমন অসুস্থ হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি।

গত ২৭ জুন রাত থেকেই ঠাণ্ডা এবং শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে হাসপাতালের বিছানায় তিনি।

এরই মধ্যে করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এবার কবীর সুমন নিজেই জানালেন তার শারীরিক অবস্থা। হাসপাতালের বিছানা থেকে ফেসবুক লাইভে আসেন তিনি।

নাকে নল বাঁধা অবস্থায় তিনি ভক্ত-শুভাকাক্সক্ষীদের বললেন, আগে কী হয়েছিল একটু ছোট করে জেনে নিন। আগেই একটু ঠাণ্ডা লেগেছিল। কিন্তু রোববার (২৭ জুন) যেটা হলো, কোনোভাবেই ঢোক গিলতে পারছি না। অসম্ভব ব্যথা গলায়। অন্য কোনো সমস্যা নেই। একদমই ঢোক গিলতে পারছিলাম না, খাবার খাওয়া তো দূরের কথা। কেমন একটা কেলেঙ্কারি অবস্থা!

তিনি আরও বলেন, এরপর প্রফেসর সৌমিত্র ঘোষের সঙ্গে কথা হয়। তিনি চমৎকারভাবে বলেন, স্যার হাসপাতালে চলে আসুন।

কবীর সুমনের ভাষ্য, হাসপাতালে আসার পরই চিকিৎসকরা তার ঢোক গিলতে না পারার সমস্যাটি সমাধান করেন। যার ফলে গেল তিনদিন ধরে অনেকটা সুস্থ আছেন তিনি। আজ বিশ্ব চিকিৎসক দিবস। মূলত চিকিৎসকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর জন্যই ফেসবুক লাইভে এসেছেন বলে জানান তিনি।

তিনি বলেন, আমি দ্রুত সেরে উঠছি। শুনতেই পারছেন পাশে তানপুরা বাজছে। আমি যখন পুরোপুরি সেরে উঠতে পারবো তখন পুরো সুর লাগাতে পারবো। হাসপাতালে আজ সকালেই আমি গুনগুন করে ভৈরবী-ভৈরব, ভাটিয়ালি গাইছিলাম। রাগ প্রতিমা বেঁধেছি। এর মধ্যে রাগ প্রতিমা আমার নতুন সৃষ্টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়