রহিদুল খান : [২] যশোরে এক সপ্তাহের লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে মাঠে নেমেছে ১১ প্লাটুন সেনা ও বিজিবি। এরমধ্যে যশোরের আট উপজেলায় ৮ প্লাটুন সেনা সদস্য ও ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসনের ১০টি ভ্রাম্যমাণ আদালত এবং পুলিশের শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে।
[৩] আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান।সারা দেশে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগ ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সাতদিনের কঠোর লকডাউন জারি করেছে।
[৪] লকডাউনের প্রথমদিন বৃহস্পতিবার শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সেনাবাহিনীর ৩৭ বীর এর অধিনায় মেজর আরিফুল হক, ৯ বেংগল ল্যাঙ্গার এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর আলম, ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা।