শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০১:০৯ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড চালু হলো পশ্চিমবঙ্গে

সুমাইয়া ঐশী: [২]ঋণ শোধ করতে হবে পড়ালেখা শেষে চাকরি পাওয়ার এক বছর পর। [৩] বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের দেওয়া প্রতিশ্রুতির একটি ছিলো শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্রেডিট কার্ড চালু করা। বুধবার তা পালন করে পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে সংবাদ সম্মেলনের আয়োজন করে এই কার্ডের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর মাধ্যমে ছাত্রছাত্রীরা সহজ সুদে ১০ লাখ রুপি পর্যন্ত ঋণ নিতে পারবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

[৪] শিক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনাসহ বিদেশে পড়ালেখা বা গবেষণার জন্যও এই কার্ডের মাধ্যমে ঋণ নেওয়া যাবে। এই ক্রেডিট কার্ড থেকে নেওয়া ঋণ তাৎক্ষণিক পরিশোধ করতে হবে না শিক্ষার্থীদের। পড়াশোনা শেষে চাকরি পাওয়ার এক বছর পর থেকে এই অর্থ পরিশোধ করা শুরু করতে পারবেন তারা। এক্ষেত্রে ঐ সময় থেকে পরবর্তী ১৫ বছরের মধ্যে পুরো ঋণ শোধ করতে হবে। টাইমস অব ইন্ডিয়া

[৫] ১০ বছর যাবত যেসব শিক্ষার্থী পশ্চিমবঙ্গে কাটিয়েছেন তারা এই ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন বলে জানান মমতা। দশম শ্রেণী থেকে শুরু করে স্নাতক, স্নাকোত্তর, ডিপ্লোমা, ডক্টরেট বা পোস্ট-ডক্টরেটের জন্য দেওয়া হবে এই ঋণ। এছাড়া যারা জাতীয় স্তরের বিভিন্ন পরীক্ষা যেমন, আইআইটিএস, আইপিএস, আইএএস, ডব্লিউবিপিএস এবং এনএলইউএস দিতে চায় তারাও স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে সুবিধা পাবে। আর এসব কারণে এই কার্ড থেকে ঋণ নেওয়ার বয়সসীমা করা হয়েছে ৪০ বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়