রিয়াদ ইসলাম: [২] করোনায় সংক্রমিত হয়ে বীর মুক্তিযোদ্ধা নাসির আহমেদ (৭৫) মারা গেছেন। মঙ্গলবার বিকেলে নুরমহল্লায় নিজের বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিকে আজ বুধবার সকালে তাঁর নামাজের জানাজা ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থান মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর কেন্দ্রীয় কবরস্থানে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
[৩] তিনি সাঁড়া মাড়োয়ারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মরহুম ওসমান গণির ছেলে ও যুগান্তরের ঈশ্বরদী প্রতিনিধি আলাউদ্দিন আহমেদের বড় ভাই।পারিবারিক সূত্রে জানা যায়, গেল ২৪ জুন করোনা শনাক্ত হলে চিকিৎসকদের পরামর্শে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য হিতাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।