শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ০১:৩৫ রাত
আপডেট : ৩০ জুন, ২০২১, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবলারদের জয়ে উল্লসিত ইংলিশ ক্রিকেটাররাও

অনলাইন ডেস্ক: দীর্ঘ ২৫ বছর পর ইউরোতে জার্মানিকে হারিয়েছে ইংল্যান্ড। উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। নিজ দেশের ফুটবলারদের এমন জয়ে আনন্দে আত্মহারা ইংল্যান্ডের ক্রিকেটাররাও।

ইংলিশ ক্রিকেটাররাও এদিন মাঠে নেমেছিল। জয় পেয়েছে তারাও। ঘরের মাঠে ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়েছে মরগ্যান বাহিনী। তবে নিজেদের ম্যাচ শেষ করে টিম হোটেলে ফিরে দেশের ফুটবল ম্যাচ উপভোগ করতে বসে যান ক্রিকেটাররা।

 

 

ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করে রাখেন হ্যারি কেইন বাহিনী। ডেকলান রাইস ও জন স্টোনসের মিলিত আক্রমণে বল পান রহিম স্টার্লিং। ২৫ গজ দূর থেকে ডান পায়ের শট নেন। কিন্তু বাঁ দিকে ঝাঁপিয়ে সেটিকে ফিরিয়ে দেন মানুয়েল ন্যয়ার। পরের মিনিটে ইংলিশদের আরও একটি আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হয়।

 

জার্মানিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ম্যাচের ৩৩ মিনিটে প্রথম সুযোগ পায় জার্মানি। কাইল হার্ভার্জের বাড়ানো বল টিমো বার্নার গোলবারের দিকে পাঠালেও সেটি দুর্দান্তভাবে ফিরিয়ে দেন জর্ডান পিকফোর্ড।

 

৭৫ মিনিটে প্রথম স্টার্লিংয়ের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন অধিনায়ক হ্যারি কেইন।

সর্বশেষ ২৫ বছর আগে ইউরোতে মুখোমুখি হয়েছিল জার্মানি-ইংল্যান্ড। সে ম্যাচে জার্মানির কাছে হেরে আসর থেকে বাদ পড়তে হয় ইংলিশদের। ফলে এই জয়ের মধ্য দিয়ে ২৫ বছরের জ্বালা মিটালো তারা।

ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়