শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২৯ জুন, ২০২১, ১১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী সপ্তাহে বাংলাদেশে পৌঁছাবে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা

শাহীন খন্দকার: [২] মঙ্গলবার হোয়াইট হাউজের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার দেশটিতে নতুন করে সংক্রমণের ঢেউ শুরু হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, আগামী সপ্তাহের মধ্যে এই টিকা সরবরাহ করা হবে। ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে জোরালো লকডাউন শুরু করেছে বাংলাদেশ।

[৩] হোয়াইট হাউজের কর্মকর্তারা জানান, বাংলাদেশে প্রতি সপ্তাহে সংক্রমণ বাড়ছে প্রায় ৫৫ শতাংশ। আর সে কারণেই যুক্তরাষ্ট্রের আর্জেন্ট তালিকায় স্থান পেয়েছে দেশটি। করোনা মোকাবিলাকে যুদ্ধ ঘোষণা করে টিকাকে এই যুদ্ধের অস্ত্র ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা মহামারির সময়ে কম উন্নত অঞ্চলে নিজেদের উৎপাদিত টিকা পাঠিয়ে শূন্য স্থান পূরণে মরিয়া হয়ে ওঠে চীন ও রাশিয়া।

[৪] মার্কিন কর্মকর্তারা বলছেন তারা টিকা কূটনীতির প্রতিযোগিতায় নামেননি। অন্য অনেক দেশের মতো বাংলাদেশও টিকা পেতে মরিয়া হয়ে ওঠে। গত মে মাসে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, তারা চীনের সিনোফার্ম থেকে ৫ কোটি ডোজ টিকা কিনতে চান। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন জানান, রাশিয়ার কাছ থেকে ৫ কোটি ডোজ স্পুটনিক টিকা কিনতে চান তারা। তবে বাংলাদেশে টিকা পাঠানো নিয়ে হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, ‘আমরা কোনও সুবিধা পেতে কিংবা ছাড় বের করে নিতে এসব টিকা দিচ্ছি না।

[৬] আমাদের টিকার সঙ্গে কোনও শর্ত নেই। আমাদের এটা করার একমাত্র উদ্দেশ্য হলো জীবন রক্ষা করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচিতে দুই শত কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাইডেন প্রশাসন। এছাড়া আফ্রিকান ইউনিয়ন এবং ৯২টি দরিদ্র দেশের জন্য ৫০ কোটি ডোজ ফাইজার-বায়োএনটেক টিকা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তারা। তথ্য বাংলা ট্রিবিউন। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়