বিনোদন ডেস্ক : ছয় বছর প্রেম করার পর ২০১৮ সালের নভেম্বর মাসে বিয়ে করেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ওই সময় তাদের বিয়ের ছবি দেখার জন্য একপ্রকার হা-পিত্যেশ করে বসেছিলেন তাদের ভক্তরা। বিয়ের অনুষ্ঠানে কেউ ফোন নিয়ে যেতে মানা ছিল। বিয়ের প্রথম ছবি নিজেদের সামাজিক মাধ্যমের পাতায় শেয়ার করে নিয়েছিলেন নিজেরাই।
সোমবার হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দীপিকা-রণবীরের বিয়ের কিছু অদেখা ছবি। যা একাধিক ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে। মনে করা হচ্ছে, লেক কোমোতে সাউথ ইন্ডিয়ান স্টাইল ওয়েডিংয়ের পর তোলা হয়েছিল এই ছবিগুলো। দীপিকার পরেছেন লাল ট্র্যাডিশনাল শাড়ি। আর রণবীরের পরনে সোনালি পাড়ের সাদা ভেস্তি।
এই ছবিতে দেখা যাচ্ছে লাক্সারি বোটে ওয়েডিং ডেস্টিনেশন থেকে হোটেলে ফিরছেন নব দম্পতি। বিয়ের পর এক সাক্ষাৎকারে এই মুহূর্তের গল্প করতে শোনা গিয়েছিল দীপিকাকে।
তিনি জানিয়েছিলেন, ‘তখন সূর্য অস্ত যাচ্ছে। আমি আর রণবীর হোটেলে ফিরছি। বিয়ের পর এই প্রথম শুধু আমরা দুজন। একটা অন্য রকমের অনুভূতি ছিল সেটা। যা ভাষায় প্রকাশ করা যাবে না। ফুল ভলিউমে পছন্দের গান শুনতে শুনতে হোটেলে ফিরেছিলাম।’
এই ছবিটাও ওই একই সময়ে তোলা। গাড়িতে বসে থাকতে দেখা যাচ্ছে দীপিকা ও রণবীরকে। বিয়ের প্রতিটা মুহূর্ত যেমন দীপিকা ও রণবীর চুটিয়ে উপভোগ করেছেন, তেমনই প্রতিটা ছবি সামনে আসতে আবেগে ভাসতে দেখা গিয়েছে ভক্তদের।
পরিবার ও কাছের মানুষদের উপস্থিতেই বিয়ে করেছিলেন লেক কোমোতে। যদিও মুম্বাইয়ে একটি গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছিলেন এই তারকা জুটি।