শিরোনাম
◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল ◈ ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন: ইসি মাছউদ

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০১:৩৩ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ০১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান মামুন: গত ১০০ বছরেও যে বিশ্ববিদ্যালয়ের তেমন কোন পরিবর্তন ঘটেনি সেখানে মান কিভাবে বৃদ্ধি পাবে?

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আর কোনো বিশ্ববিদ্যালয় নয়: সলিমুল্লাহ খান
এই যে খান সাহেব এই কথা বললেন তাতে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়নি? আসলে রোগ হলে সেই রোগের ডায়াগনসিস যে করে তাকে দোষ না দিয়ে রোগটা যার বা যাদের কারণে হয়েছে তাকে দোষারুপ করা উচিত। এই কথা কি এই প্রথম কেউ বলল বা উপলব্ধি করল? মোটেও না। প্রতিদিন নানা জন নানাভাবে আলোচনা করছে। এইটা না বলা মানে সমস্যাকে ম্যাট্রেসের নিচে চাপা দিয়ে রাখা। তাতেতো আরো খারাপ হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে গত জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতি মাসে একটি করে স্বতন্ত্র বিষয়ের উপর তিন দিনব্যাপী আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজন করে আসছে। এর শেষ ধাপে ‘উচ্চশিক্ষার ভবিষ্যৎ’ বিষয়ে ওয়েবিনারের দ্বিতীয় দিনের আয়োজনে ড. খান এই কথা বলেন। সেই ওয়েবিনারে শত শত সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিতে তিনি এই কথা বলেন। কেউতো আপত্তি বা প্রতিবাদ করেননি। আর প্রতিবাদ করলেই রোগটা নাই হয়ে যায় না। প্রতিবছর বিশ্ব রেঙ্কিং-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবনমন ঘটছে তার চেয়ে আর বড় প্রমানতো নাই।
যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি, শিক্ষক নিয়োগ ও প্রমোশন পদ্ধতি গত ১০০ বছরেও তেমন কোন পরিবর্তন ঘটেনি সেই বিশ্ববিদ্যালয়ের মান কিভাবে বৃদ্ধি পাবে? সময়ের সাথে যুগোপযোগী পরিবর্তন আনা টিকে থাকার প্রথম শর্ত। পৃথিবীর বড় বড় যেই টেক কোম্পানিগুলো আছে সেগুলো যদি গবেষণা ও উন্নয়ন খাতে বরাদ্দ দিয়ে গবেষণার মাধ্যমে নতুন নতুন মডেল না তৈরী করে তারা কি টিকে থাকবে? হউক জীব কিংবা প্রতিষ্ঠান সেটার যদি সময়ের সাথে পরিবর্তন না ঘটে তার উন্নয়ন অসম্ভব। এই ১০০ বছরে পৃথিবী কত এগিয়ে গেল অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়কে যোগোপযোগী করার জন্য তেমন কোন পরিবর্তন হয়নি।

ড. সলিমুল্লাহ খান একদম ঠিক বলেছেন যে, "বাংলাদেশ প্রতিষ্ঠার পর গণতন্ত্রের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্ববিদ্যালয় হিসেবে পুরোপুরি ধ্বংস করা হয়েছে।" একাডেমিয়া গণতন্ত্র দিয়ে চলে না। জনপ্রিয়তার মাপকাঠি দিয়ে অনুষদের ডিন নির্বাচিত হবেন, ভিসি নির্বাচিত হবেন এটাই হলো ৭৩ এর অধ্যাদেশের সবচেয়ে খারাপ দিক। যেখানে প্রতিনিয়ত উৎকর্ষতা সাধন হলো ব্রত সেখানে গণতন্ত্র একদম যায় না। কারণ নির্বাচনে সেই জিতবে যে ভোটারদের কম কষ্টে দ্রুত প্রমোশানের নিয়ম করার প্রতিশ্রুতি দিবে যা প্রতিষ্ঠানের উন্নতির বিরুদ্ধে। মানুষের স্বভাবজাত চরিত্র হলো ফাঁকি দেওয়া। ভোট মানেই হলো mediocrity-র জয়জয়কার কারণ mediocre দের অহমবোধ কম থাকে। তারা দলবদ্ধ হয়ে তাদের চেয়ে বেটারদের দাবিয়ে রাখার চেষ্টা করে। একাডেমিয়া এমন একটি জায়গা যেখানে সবাইকে সব সময় আরো ভালো করার চাপে রাখতে হয়।

এই যে বিশ্ব রেঙ্কিং-এ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর খারাপ করছে তার জন্য কি কাউকে জবাবদিহী করতে হচ্ছে? এখানেই লুকিয়ে আছে সকল সমস্যা সমাধানের প্রাণভ্রমরা।

লেখক : শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়