ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া নাটক ছাড়ার পর সিনেমা আর ওটিটির কাজ নিয়ে ব্যস্ত। সম্প্রতি শেষ করেছেন চিত্রনায়িকা রোজিনার প্রথম সিনেমা ‘ফিরে দেখা’র শ্যুটিং। এই তারকার সঙ্গে কথা বলেছেন রণ
এখন সময়...
ভালো-মন্দ মিলিয়েই সময় কেটে যাচ্ছে। করোনায় আক্রান্ত হয়েও সবার দোয়ায় ভালো হয়ে কাজে ফিরতে পেরেছিলাম। এখনো শরীর সুস্থ আছে। এটাও সবচেয়ে ভালো লাগার বিষয়। কিন্তু একই সঙ্গে মনটা খারাপও। কদিন পরপরই করোনা পরিস্থিতির জন্য কাজ বন্ধ হয়ে যাচ্ছে। আজ থেকে আবার ঘরে বসে থাকতে হবে। কবে কাজে ফিরতে পারব জানি না। এর মধ্যে আবার আমার ফেইবসুক ফ্যান পেজটি খুঁজে পাচ্ছি না। এক মিলিয়নের বেশি ফলোয়ার ছিল। অজ্ঞাত কারণে উধাও হয়ে গেছে পেজটি। পুরনো অ্যাকাউন্ট আর নেই। পরে ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনো রেসপন্স পাইনি। বিষয়টি আমাকে খুবই চিন্তায় রেখেছে। অ্যাকাউন্ট ও পেজ এখনো উদ্ধার করতে পারিনি। তাই নতুন আইডি খুলতে হয়েছে আবার। গত পরশু একটা ফ্যান পেজও খুলেছি। আমার নতুন অ্যাকাউন্ট দেখে অনেকে দ্বিধায় আছেন, এটি আসলে স্পর্শিয়ার কিনা।
নতুন কাজ...
চিত্রনায়িকা রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’র শ্যুটিং শেষ করেছি। সরকারি অনুদানের এই সিনেমায় আমার নায়ক নিরব। তার সঙ্গে এবারই প্রথম কাজ করলাম। তিনি খুবই বন্ধুবৎসল। কাজ করে ভালো লেগেছে। ছবিটিতে মুক্তিযুদ্ধের আবহ রয়েছে। তাই এই কাজটির প্রতি আমার আলাদা টান রয়েছে। এখনো ডাবিং বাকি আছে ছবিটির। এরপর দেশীয় একটি ওয়েব প্ল্যাটফর্মের জন্য এক পর্বের একটি কনটেন্টে কাজ করেছি। আপাতত এর নাম দেওয়া হয়েছে ‘ফেইক বউ’। নামটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজটি করার পেছনে প্রথম কারণ এর পরিচালক সামির আহমেদ। তিনিই আমাকে শোবিজে নিয়ে এসেছিলেন। তার জন্য আজ আমি অভিনেত্রী। আমার জীবনের প্রথম ক্যামেরার সামনে পারফর্ম করা তার পরিচালনায়। আমার প্রথম বিজ্ঞাপন এয়ারটেল আর প্রথম টিভি ফিকশন ‘অরুণোদয়ের তরুণ দল’। দুটিই তার পরিচালনায়। অনেক দিন থেকে তার সঙ্গে কাজ করা হয়নি। তাই এবার প্রস্তাব দেওয়া কাজটি করেছি। তাছাড়া এর আগে নবাব এলএলবি, ছক, ফিরে দেখাসহ যে কটি কাজ করেছি। প্রতিটিতে আমাকে বেশ চ্যালেঞ্জিং চরিত্রে দেখা গেছে। অনেক দিন পর একটি মজার চরিত্র পেয়েছি। তাই আনন্দ নিয়ে কাজ করেছি। আমার সহশিল্পী ইয়াশ রোহান। তার সঙ্গে এর আগেও কাজ করেছি। আমাদের বোঝাপড়াটা ভালো। কাজটি নিয়ে আমি আশাবাদী।
নিরাশা...
‘নবাব এলএলবি’ ছবির শুভ্রা আমার প্রাণের কাছের একটি চরিত্র। অনেক যতœ আর শ্রম দিয়ে চরিত্রটি করেছি। একটি মেয়ে যৌন হেনস্তার শিকার হয়ে মানসিক ট্রমা নিয়ে জীবনযাপন করে, তার ওপর সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি। ছবিটি নিয়ে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু আমাদের কপালটাই খারাপ। ছবিটি ঠিকমতো দর্শকের কাছে পৌঁছাতে পারল না। পদে পদে বাধা আসছে ছবিটি নিয়ে।
সূত্র : দেশ রূপান্তর