শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা

হারুন-অর-রশীদ : [২] গত সোমবার থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে কমতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলা প্রশাসনের কঠোর তদারকি ও নজরদারির ফলে এ আক্রান্তের সংখ্যা কমছে বলে দাবী স্থানীয়দের।

[৩] জেলা সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়েছে ৬৩ জন। মৃত্যু হয় ২ জনের। যেখানে গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিলো ২১২ জন।

[৪] জেলা প্রশাসন সূত্র জানায়, ফরিদপুরে হঠাৎ করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত সোমবার থেকে ফরিদপুর সদরসহ বোয়ালমারী ও ভাঙ্গা পৌরসভায় কঠোর লকডাউন দেওয়া হয়। যা আজ রবিবার (২৭ জুন) রাত ১২ টায় শেষ হবে।

[৫] সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: তানসিভ জুবায়ের জানান, করোনা রোগীদের চিকিৎসায় ফরিদপুর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি রেজওয়ান মোল্লা জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে।

[৬] লকডাউনের ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল পাশা বলেন, করোনা আক্রান্তের সংখ্যা কমাতে পুলিশের পক্ষ থেকে কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে। জেলা শহরে প্রবেশ পথের ২৩টি জায়গায় চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। এছাড়া বিনা কারণে কাউকে বের হতে দিচ্ছি না। এছাড়া, শহরের প্রতিটা প্রবেশমুখে ব্যারিকেড দিয়ে ও কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে।

[৭] জেলা প্রশাসক অতুল সরকার সাংবাদিকদের বলেন, ফরিদপুরে কঠোর লকডাউন চলছে। আর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাবসহ সংশ্লিষ্ট বিভাগগুলো একযোগে মাঠে কাজ করছে। তিনি বলেন, সবাইকে আরো সচেতন হতে হবে। আশা করি, দ্রুতই ফরিদপুরে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবো। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়