শিরোনাম
◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ ◈ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুস্তাফিজুর রহমানকে শোকজ

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা

হারুন-অর-রশীদ : [২] গত সোমবার থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে কমতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলা প্রশাসনের কঠোর তদারকি ও নজরদারির ফলে এ আক্রান্তের সংখ্যা কমছে বলে দাবী স্থানীয়দের।

[৩] জেলা সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়েছে ৬৩ জন। মৃত্যু হয় ২ জনের। যেখানে গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিলো ২১২ জন।

[৪] জেলা প্রশাসন সূত্র জানায়, ফরিদপুরে হঠাৎ করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত সোমবার থেকে ফরিদপুর সদরসহ বোয়ালমারী ও ভাঙ্গা পৌরসভায় কঠোর লকডাউন দেওয়া হয়। যা আজ রবিবার (২৭ জুন) রাত ১২ টায় শেষ হবে।

[৫] সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: তানসিভ জুবায়ের জানান, করোনা রোগীদের চিকিৎসায় ফরিদপুর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি রেজওয়ান মোল্লা জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে।

[৬] লকডাউনের ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল পাশা বলেন, করোনা আক্রান্তের সংখ্যা কমাতে পুলিশের পক্ষ থেকে কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে। জেলা শহরে প্রবেশ পথের ২৩টি জায়গায় চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। এছাড়া বিনা কারণে কাউকে বের হতে দিচ্ছি না। এছাড়া, শহরের প্রতিটা প্রবেশমুখে ব্যারিকেড দিয়ে ও কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে।

[৭] জেলা প্রশাসক অতুল সরকার সাংবাদিকদের বলেন, ফরিদপুরে কঠোর লকডাউন চলছে। আর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাবসহ সংশ্লিষ্ট বিভাগগুলো একযোগে মাঠে কাজ করছে। তিনি বলেন, সবাইকে আরো সচেতন হতে হবে। আশা করি, দ্রুতই ফরিদপুরে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবো। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়