শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ১০:০১ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২১, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাডার স্কুল মাঠে আদিবাসীদের ৭ শতাধিক কবরের সন্ধান

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] বৃহস্পতিবার সাসকাচোয়ানে কায়েসেস ফার্স্ট নেশন জানায়, দেশটির পূর্বের মেরিভাল আবাসিক ইন্ডিয়ান স্কুল মাঠে কোনো প্রকার চিহ্ন ছাড়া ৭৫১টি কবর পাওয়া গেছে। সিএনএন

[৩] আদিবাসী নেতা দের্লোম বলেন, স্কুল মাঠে চলতি মাসের প্রথম দিন থেকে আমরা খুঁজতে শুরু করেছিলাম। আমরা সেখানে কোনো গণকবর পাইনি। তবে প্রত্যেকটা কবরের চিহ্ন ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে। এটা স্পষ্টই বোঝা গেছে।

[৪] সংবাদ সম্মেলনে ফেডারেশন অফ সোর্ভেন ইন্ডিয়ানস ফার্স্ট নেশনসের প্রধান ববি ক্যামেরন বলেন, যারা গণহারে আদিবাসীদের হত্যা করেছে তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। তারা ইচ্ছকৃতভাবে একটি জাতিকে ধ্বংস করার জন্য দিনের পর দিন আদিবাসীদের হত্যা করেছে।

[৫] ববি ক্যামেরন আরো বলেন, আমরা আমাদের কাজ মাত্র শুরু করেছি। একের পর এক কবরের সন্ধান আমরা করে যাবো। যতক্ষণ না আমরা সবার কবর খুঁজে পাবো ততক্ষণ আমরা এ অভিযান পরিচালনা করে যাবো। এসব কবরের সাথে জড়িয়ে আছে আদিবাসীদের ইতিহাস।

[৬] গত মে মাসে দেশটির আরো একটি আবাসিক স্কুলে ২১৫টির বেশি কবর পাওয়া গেছে।

[৭] ২০১৫ সালে কানাডার ট্রুথ এন্ড রিক্সিলিয়েশন কমিশনের একটি প্রতিবেদনে বলা হয়, এক সময় আদিবাসী শিশুদের পরিবার ছেড়ে আবাসিক হোটেলে থাকতে বাধ্য করা হয়েছিলো। তখন শিশুরা শারীরিক, যৌন ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। এমনটি ৪ হাজারের বেশি শিশু মারা গেছে। তবে প্রতিবেদনে এও স্বীকার করা হয়েছে যে, এই মৃত্যুর প্রকৃত সংখ্যা বের করা সম্ভব নয়। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়