শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ১০:০১ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২১, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাডার স্কুল মাঠে আদিবাসীদের ৭ শতাধিক কবরের সন্ধান

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] বৃহস্পতিবার সাসকাচোয়ানে কায়েসেস ফার্স্ট নেশন জানায়, দেশটির পূর্বের মেরিভাল আবাসিক ইন্ডিয়ান স্কুল মাঠে কোনো প্রকার চিহ্ন ছাড়া ৭৫১টি কবর পাওয়া গেছে। সিএনএন

[৩] আদিবাসী নেতা দের্লোম বলেন, স্কুল মাঠে চলতি মাসের প্রথম দিন থেকে আমরা খুঁজতে শুরু করেছিলাম। আমরা সেখানে কোনো গণকবর পাইনি। তবে প্রত্যেকটা কবরের চিহ্ন ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে। এটা স্পষ্টই বোঝা গেছে।

[৪] সংবাদ সম্মেলনে ফেডারেশন অফ সোর্ভেন ইন্ডিয়ানস ফার্স্ট নেশনসের প্রধান ববি ক্যামেরন বলেন, যারা গণহারে আদিবাসীদের হত্যা করেছে তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। তারা ইচ্ছকৃতভাবে একটি জাতিকে ধ্বংস করার জন্য দিনের পর দিন আদিবাসীদের হত্যা করেছে।

[৫] ববি ক্যামেরন আরো বলেন, আমরা আমাদের কাজ মাত্র শুরু করেছি। একের পর এক কবরের সন্ধান আমরা করে যাবো। যতক্ষণ না আমরা সবার কবর খুঁজে পাবো ততক্ষণ আমরা এ অভিযান পরিচালনা করে যাবো। এসব কবরের সাথে জড়িয়ে আছে আদিবাসীদের ইতিহাস।

[৬] গত মে মাসে দেশটির আরো একটি আবাসিক স্কুলে ২১৫টির বেশি কবর পাওয়া গেছে।

[৭] ২০১৫ সালে কানাডার ট্রুথ এন্ড রিক্সিলিয়েশন কমিশনের একটি প্রতিবেদনে বলা হয়, এক সময় আদিবাসী শিশুদের পরিবার ছেড়ে আবাসিক হোটেলে থাকতে বাধ্য করা হয়েছিলো। তখন শিশুরা শারীরিক, যৌন ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। এমনটি ৪ হাজারের বেশি শিশু মারা গেছে। তবে প্রতিবেদনে এও স্বীকার করা হয়েছে যে, এই মৃত্যুর প্রকৃত সংখ্যা বের করা সম্ভব নয়। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়