মাসুদ আলম: [২] গ্রেপ্তারকৃতরা হলেন-গ্যাং লিডার মো. শাওন ওরফে বুস্টার শাওন, রবিন ওরফে পঁচা রবিন, শাওন ওরফে চিকু শাওন ওরফে হকি শাওন, তাজল, আলী আজগর, রিয়াজ ও আনোয়ার। তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, তিনটি সুইচ গিয়ার, একটি প্লাস্টিকের বাটযুক্ত চাকু, একটি ছোরা, একটি চাইনিজ কুড়াল, একটি কাঠের হ্যামার, একটি করাত, দুটি হকস্টিক, ২৮৫ ইয়াবা, ৩৫ পুরিয়া গাঁজা, দুই ক্যান বিয়ার, একটি ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্র ও ১ হাজার ২৩০ টাকা জব্দ করা হয়। বুধবার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আগানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১০।
[৩] র্যাব-১০ এর এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, গ্রেপ্তারকৃতরা মাদক সেবন করে নিজেদের মধ্যে পার্টি করে। তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে আগ্নেয়াস্ত্র ও দেশী অস্ত্রসহ মারামারিতে লিপ্ত থাকে। জনবিরল এমনকি জনসমাগমপূর্ণ স্থানেও তারা পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই আগ্নেয়াস্ত্র ও দেশী অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, ল্যাপটপ, সঙ্গে বহন করা দামি জিনিসপত্র ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। এ ছাড়া তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও হানিফ ফ্লাইওভারের ওপর বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে সাধারণ মানুষের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টিসহ ছিনতাই, রাহাজানির সঙ্গে জড়িত।