শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০২:৫৫ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১ জুলাই থেকে রুট পারমিট ছাড়া ঢাকায় কোনো বাস চলতে দেওয়া হবে না: মেয়র আতিক

সুজিৎ নন্দী, মহসীন কবির: [২] বাস রুট র‌্যাশনালাইজেশন কমিটির প্রধান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আগামী ৭ সেপ্টেম্বর থেকে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত সড়কে কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা করা হবে। করোনা মহামারীর কারণে পূর্ব নির্ধারিত সময় পহেলা এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা যায়নি।

[৩] মেয়র বলেন, হেমায়েতপুর, ভাটুরিয়া ও কেরানীগঞ্জে টার্মিনালগুলোর জন্য জায়গা নির্ধারিত করা হয়েছে। রুটগুলোতে বাস কোম্পানিগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক ১শ’ কোটি টাকা বরাদ্দ নির্ধারণ করেছে।

[৪] বৃহস্পতিবার রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে গঠিত বাস রুট রেশনালাইজেশন-বিষয়ক কমিটির ১৭ তম সভায় তিনি এ কথা বলেন।

[৫] তাপস বলেন, যারা বাস পরিচালনা করবেন তাদের সঙ্গেচুক্তির খসড়া প্রস্তুত করা হয়েছে। সেই চুক্তি সংক্রান্ত একটিনীতিমালাও তৈরি করা হয়েছে। আগামী ৮ জুলাইয়ের মধ্যে চুক্তি চূড়ান্ত করতে বাস মালিক পক্ষ ও বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৯ জুলাই সেই চুক্তি সম্পাদন হবে।

[৬] তিনি বলেন, ঘাটারচরে একটি বাস ডিপো নির্মাণ করার জন্য আমরা দুই মেয়র জায়গা পরিদর্শন করেছি। সেখানে আমরা প্রায় ১২ বিঘার মতো জমি নির্ধারণ করা হয়েছে। সেই জমি অধিগ্রহণ করে সেখানে একটি বাস ডিপো নির্মাণ করা হবে।

[৭] মেয়র তাপস বলেন, ঢাকার বাহিরে চারটি জায়গায় আন্তঃজেলা বাসগুলোরজন্য টার্মিনাল ও ডিপো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কার্যক্রম যেন দ্রুত করা যায় সে জন্য আমাদের বিশেষজ্ঞ প্যানেল প্রতিবেদন জমা দিয়েছে।

[৮] অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানী ঢাকায় বর্তমানে এক হাজার ৬৪৬টি বাস কোনও প্রকার রুট পারমিট ছাড়া চলাচল করছে। এসব বাসের জন্য নগরীতে সীমাহীন যানজট লেগে থাকে।এই বাসগুলা চলতে দেওয়া হবে না। আগামী জুলাই থেকে দুই সিটিকরপোরেশন ও বিআরটিএসহ অভিযান শুরু করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়