সাখাওয়াত হোসেন: [২] ভারতের দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জম্মু-কাশ্মীরের মহেবুবা মুফতিসহ প্রায় আটটি দলের ১৪ জন রাজনৈতিক নেতাকে এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়াসহ অন্যান্য বিষয় এ আলোচনায় স্থান পাবে। এনডিটিভি
[৩] তবে আলোচনায় কি কি বিষয় স্থান পাবে সরকারের পক্ষ থেকে তা এখনো জানানো হয়নি। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, বৈঠকে তারা জম্মু-কাশ্মীর রাজ্যের বিলোপ করা বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার বিষয়টি আলোচনায় তুলবেন। তিনি বলেন, নরেন্দ্র মোদি পরিস্থতি শান্ত হলে এ বিষয়ে কাজ শুরু করবেন বলে জানিয়েছিলেন।
[৪] তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, জম্মু-কাশ্মীরে বিধান সভা নির্বাচন দিতে চায় সরকার। আর এই নির্বাচনের আসন পুনর্বিন্যাস পরিকল্পনা বিষয়ে মূলত এ বৈঠক।
[৫] কংগ্রেস বলছে, এই বৈঠকে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা পূণর্বহাল করার বিষয়টিকেই প্রাধান্য দেওয়া হবে। সম্পাদনা : রাশিদ