শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৩:৫৮ রাত
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে জাকারবার্গকে কুটুমবাড়ির লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক : বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গের কাছে ৮ লাখ ডলার (৬ কোটি ৭৮ লাখ টাকারও বেশি) ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল (আইনি) নোটিশ পাঠিয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান কুটুমবাড়ি রেস্টুরেন্ট লিমিটেড। বাংলাদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গাজী খালেদ ইবনে মোহাম্মদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী জয়নাল আবেদীন গত বছরের ৭ ডিসেম্বর এ নোটিশ পাঠান। জাগো নিউজ

বুধবার (২৩ জুন) কুটুমবাড়ির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাজী মোহাম্মদ জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ‘কুটুমবাড়ি নামে ফেসবুকে আরও বেশকিছু ভুয়া পেজ খুলতে অনুমতি দেয়ায় তাদের ব্যবসা ও সুনাম নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদের ভুয়া কার্যক্রমের কারণে কুটুমবাড়ি তাদের ব্যবসা হারাতে বসেছে।’

এসব কারণে কুটুমবাড়ি লিমিটেড ফেসবুকের কাছ থেকে ৮ লাখ মার্কিন ডলার দাবি করেছে।

আইনি নোটিশে বলা হয়, কুটুমবাড়ি লিমিটেড ২০১৪ সালের ২৮ মার্চ ফেসবুকে একটি পেজ খোলে। পেজটি ২০২০ সালের ২২ মার্চ প্রথমবারের মতো হ্যাকারদের কবলে পড়ে। সেবার উদ্ধারের পর এটি আবারও হ্যাক হয়। ফেসবুককে বারবার অনুরোধের পরে কুটুমবাড়ি ফেসবুক পেজটি গত বছরের ১১ এপ্রিল পুনরুদ্ধার করা সম্ভব হয়।

নকল পেজগুলো থেকে প্রতিকারের জন্য ইউনিফর্ম রিসোর্স লোকেটরের সহযোগিতায় ‘কুটুমবাড়ি’ নামে ৬৩টি নকল পেজ এবং দুটি গ্রুপের লিংক ফেসবুককে পাঠানো হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়