শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০২:১৩ রাত
আপডেট : ২৪ জুন, ২০২১, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুয়াডাঙ্গায় দেনার দায়ে পাওনাদারদের ফাঁসতে অপহরণের মিথ্যে নাটক রুবিনার

সোহেল রানা ডালিম: [২] চুয়াডাঙ্গায় দেনার দায়ে অপহরণের নাটক সাজিয়ে পাওনাদারকে ফাঁসাতে আত্মগোপনে থাকা রুবিনা খাতুনকে উদ্ধার করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ।

[৩] মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। অপহরণের নাটক সাজানো রুবিনা খাতুন (৩০) দামুড়হুদা উপজেলার মজলিস পুর গ্রামের মৃত আবু বক্কর এর মেয়ে।

[৪] চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানায়, গত ১৯ জুন সন্ধ্যার দিকে অপহৃত রুবিনার মা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন, তাঁর ময়ে রুবিনা খাতুন (৩০) ও তাহার স্বামী- রাসেল (৩৫), ও তার তিনটি সন্তানসহ গত ১৫ জুন দুপুর ১২:০০টার দিকে নিখোঁজ হয়।

[৫] ১৯ জুন বিকেল ৫টার দিকে রুবিনা নিজ ফোন নাম্বার দিয়ে তাঁর ভাই আসাদুজ্জামানকে কল দিয়ে বলে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পাড়াস্থ ডিজিটাল মোড়ে সাইদুরের বাড়িতে আটকে রাখা হয়েছে । ওই অভিযোগের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান এর নির্দেশে এস আই নিতিশ চন্দ্র সেখানে গিয়ে তল্লাশী চালিয়ে ঘটনার কোনো সত্যতা পাইনি। ঘটনাটি আরও সন্দেহপ্রবণ হওয়ায় পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশনায় অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান এর তত্ত্বাবধানে সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নিতিশ চন্দ্র তদন্ত শুরু করেন। পুলিশের বিভিন্ন তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে ৷ চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি চৌকস টিম গত ২২ জুন রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে তাকে উদ্ধার করে। পর দিন বুধবার রাতে তাদের চুয়াডাঙ্গা থানা হেফাজতে নেওয়া হয়।

[৬] উদ্ধারকৃত কথিত অপহৃত ভিকটিমকে জিজ্ঞাসাবাদে বলেন, তাকে কেউ অপহরণ করেনি। তাঁরা স্বামী- স্ত্রী পাওনাদারদের চাপে, পাওনাদারদের হাত থেকে বাঁচার জন্য এই মিথ্যা নাটক সাজিয়েছে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার নিরাময় ক্লিনিক এর মালিক জনৈক সাইদুরের নিকট থেকে উল্লেখিত কথিত ভিকটিম ও তার স্বামী সম্পূর্ণ প্রতারণার আশ্রয় নিয়ে টাকা ধার নিয়েছিল। সাইদুর পাওনা টাকার জন্য তাকে চাপ দিতে থাকে। এক পর্যায়ে রুবিনা ও তার স্বামী -রাসেল এই অভিনব নাটক রচনা করেন। তিনি আরও বলেন, কথিত অপহৃত ভিকটিম কে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান আছে।

সম্পাদনা: মারুফ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়