শিরোনাম
◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ১২:২২ রাত
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে ৮ উইকেটে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপ জিতে নিলো নিউজিল্যান্ড(ভিডিও)

স্পোর্টস ডেস্ক: প্রথমবারেরমত আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ৬ষ্ঠ দিনে গিয়ে ভারতকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো নিউজিল্যান্ড। অর্থ্যাৎ, টেস্ট ক্রিকেটে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ব্ল্যাক ক্যাপসরা।

সাউদাম্পটনের আকাশ কাঁদছিল প্রথম দিন থেকেই। অভিমানী মেঘের পর জলের ফোঁটা যেন জানান দিচ্ছিল নিউজিল্যান্ডের কষ্ট। একটার পর একটা টুর্নামেন্ট গিয়েছে। তারা ফিরেছে কেবল আক্ষেপ নিয়েই। শেষ দুই ওয়ানডে বিশ্বকাপের মতো। বৃষ্টিতে পুরো টেস্টটা ভেসে গেলেও অবশ্য চ্যাম্পিয়ন হওয়া যেত। কিন্তু সেটা হতে হতো যৌথভাবে। তাতে কী আর স্বাদ মেটে!

ভারতের ২১৭ রানের জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অল-আউট হয় ২৪৯ রানে। ৩২ রানে পিছিয়ে থেকে ভারত দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৭০ রানে। জয়ের জন্য ১৩৯ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শেষমেশ ২ উইকেটে ১৪০ রান তুলে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড। চার মেরে দলকে জেতালেন রস টেলর (অপরাজিত ৪৭)। অধিনায়ক উইলিয়ামসন অপরাজিত থাকলেন ৫২ রানে।

ভারতের দেওয়া ১৩৯ রানের টার্গেটে খেলতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার ডেভিড কনভয় ও টন ল্যাথাম। গড়ে তোলেন ৮১ বলে ৩৩ রানের মূল্যবান পার্টনারশিপ। এরপরই বাঁ-হাতি ব্যাটসম্যান টম ল্যাথামকে তুলে নেন অফস্পিনার বরিচন্দ্রন অশ্বিন। ৪১ বলে ৯ রান করেন তিনি। এরপর ক্রিজে আসেন কিউইদের দলনায়ক কেন উইলিয়ামসন। এরপরই ৮১ বলে ৩৩ রানে বিদায় নেন আরেক ওপেনার ডেভিড কনভয়। তাকেও বিদায় করেন অফস্পিনার অশ্বিন। দলীয় অর্ধশতকের আগে দুই ব্যাটসম্যানকে হারিয়ে কিছু চাপে পড়ে কিউইরা। তবে অভিজ্ঞ রস টেইলরকে সঙ্গে নিয়ে এজবাস্টনে ইতিহাস গড়ে মাঠ ছাড়েন অধিনায়ক কেন উইলিয়ামসন।

ভিডিও দেখতে ক্লিক করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়