নিজস্ব প্রতিবেদক: [২] প্রায় এক মাসেরও অধিক সময়ের জন্য ইংল্যান্ডে ছুটি কাটাতে যাচ্ছনে জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। তার সাথে সঙ্গী হচ্ছেন সহকারী কোচ স্টুয়াট ওয়াটকিস। বাফুফে থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী বুধবার ৩০ জুন তারা দুইজন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নিজ দেশে ফিরে যাবেন এই দুই কোচ।
[৩] ছুটি কাটিয়ে ঠিক কবে তারা বাংলাদেশ ফিরবেন তা নিশ্চিত নয়। তবে বাফুফে থেকে আনুমানিক ভাবে জানানো হয়েছে যে জুলাইয়ের শেষের দিকে বা আগষ্টের প্রথম সপ্তাহে তারা ফিরতে পারেন।
[৪] বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ৯ জুন রাতে বাংলাদেশে ফিরেছিলেন জেমি ডে। এর আগে নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল হেরে বাফুফের নিকট জবাবদিহি করে ছুটিতে ইংল্যান্ড গিয়েছিলেন এই দুই কোচ।
[৫] বিশ্বকাপ বাছাইপর্বের ৮ ম্যাচে দুই পয়েন্ট অর্জন করেও এশিয়ান কাপের বাছাইপর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এর ফলে ২০২২ সালে আরো ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে জামাল ভুইয়ারা। আগামী আগস্ট বা সেপ্টেম্বরে বাছাইপর্বের ড্র হওয়ার কথা রয়েছে।