শিরোনাম
◈ ন্যায্যমূল্য না পেয়ে মাঠে পড়ে আছে ৮ লাখ মেট্রিক টন লবণ, এর মধ্যেই আমদানির তোড়জোড় ◈ বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে ◈ বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ!

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৮:১১ রাত
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৮:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা

যশোর প্রতিনিধি : [২] যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাসভবনে বোমা হামলা চালানো হয়েছে। মঙ্গলবার গভীর রাতে মুখে কাপড় বেঁধে এক ব্যক্তি এই বোমা নিক্ষেপ করে।

[৩] বুধবার পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ২৭টি জালের কাটি ও ছিন্নবিচ্ছন্ন টেপ উদ্ধার করেছে।

[৪] জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বলেন, ‘মঙ্গলবার রাত দেড়টার কিছু পরে একটি শব্দ হয়। পরে আমরা বাড়ির ছাদে গিয়ে দেখি। তবে তখন বুঝতে পারিনি বোমা মারা হয়েছে। সকালে জালের কাটি ও টেপ দেখে পুলিশকে জানাই। পুলিশ এসে ছড়িয়ে ছিটিয়ে থাকা ২৭টি জালের কাটি ও টেপ উদ্ধার করে। এছাড়া পুলিশ আমার বাড়ির সিসিটিভির ফুটেজ নিয়েছে। সেখানে দেখা যাচ্ছে রাত একটা ৪৫ মিনিটে এক ব্যক্তি আমার বাড়িতে বোমা নিক্ষেপ করে দৌঁড়ে পালিয়ে যাচ্ছে।’

[৫] এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন বিপুল বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষরা এই হামলা করতে পারে। অন্য কোন কারণ আমি দেখছি না। বিষয়টি নিয়ে আমি আইনের আশ্রয় নেবো। যারা এর সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনী তা খুঁজে বের করবে।’

[৬] যশোর কোতোয়ালি মডেল থানার এসআই আকিক হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা উপজেলার ভারপাপ্ত চেয়ারম্যানের বাড়ি থেকে আলামত সংগ্রহ করেছি। আলামত থেকে মনে হচ্ছে এটা একটি শক্তিশালী বোমা ছিলো। কারা এর সাথে জাড়িত বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’ সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়