শিরোনাম
◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৮:১১ রাত
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৮:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা

যশোর প্রতিনিধি : [২] যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাসভবনে বোমা হামলা চালানো হয়েছে। মঙ্গলবার গভীর রাতে মুখে কাপড় বেঁধে এক ব্যক্তি এই বোমা নিক্ষেপ করে।

[৩] বুধবার পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ২৭টি জালের কাটি ও ছিন্নবিচ্ছন্ন টেপ উদ্ধার করেছে।

[৪] জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বলেন, ‘মঙ্গলবার রাত দেড়টার কিছু পরে একটি শব্দ হয়। পরে আমরা বাড়ির ছাদে গিয়ে দেখি। তবে তখন বুঝতে পারিনি বোমা মারা হয়েছে। সকালে জালের কাটি ও টেপ দেখে পুলিশকে জানাই। পুলিশ এসে ছড়িয়ে ছিটিয়ে থাকা ২৭টি জালের কাটি ও টেপ উদ্ধার করে। এছাড়া পুলিশ আমার বাড়ির সিসিটিভির ফুটেজ নিয়েছে। সেখানে দেখা যাচ্ছে রাত একটা ৪৫ মিনিটে এক ব্যক্তি আমার বাড়িতে বোমা নিক্ষেপ করে দৌঁড়ে পালিয়ে যাচ্ছে।’

[৫] এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন বিপুল বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষরা এই হামলা করতে পারে। অন্য কোন কারণ আমি দেখছি না। বিষয়টি নিয়ে আমি আইনের আশ্রয় নেবো। যারা এর সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনী তা খুঁজে বের করবে।’

[৬] যশোর কোতোয়ালি মডেল থানার এসআই আকিক হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা উপজেলার ভারপাপ্ত চেয়ারম্যানের বাড়ি থেকে আলামত সংগ্রহ করেছি। আলামত থেকে মনে হচ্ছে এটা একটি শক্তিশালী বোমা ছিলো। কারা এর সাথে জাড়িত বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’ সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়