শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০১:২৫ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২১, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকায় বাড়ছে করোনা: হাসপাতালগুলোর রোগী ধারণ ক্ষমতা নিয়ে বিশেষজ্ঞদের আশঙ্কা

মিনহাজুল আবেদীন: [২] সীমান্তবর্তী জেলাগুলোর পর ঢাকার সব হাসপাতালেই রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এভাবে চলতে থাকলে শিগগিরই হাসপাতালগুলো আবারো রোগী ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে।

[৩] তথ্য মতে, কোভিড ডেডিকেটেড কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শয্যা সংখ্যা ৩০০। এক মাস আগে এখানে ভর্তি ছিলো ১৩০ জন রোগী। সোমবার (২১ জুন) সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩০৫ জনে। মুগদা জেনারেল হাসপাতালে রয়েছে ৩৮২টি শয্যা; রোগী ভর্তি আছে ১০৫ জন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৪০৫টি শয্যা আর রোগী ভর্তি আছেন ১০৫ জন। দ্রুত ফুরিয়ে আসছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা শয্যাও।

[৪] মঙ্গলবার ডিবিসি টিভির এক প্রতিবেদনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ৩৩৫ জন ছিলো পরশু বা তার আগের দিন, এখন ৪শ ছাড়িয়ে গেছে। ডেল্টা ভেরিয়েন্টের তাণ্ডব দেখতে পাচ্ছি আমরা। কুষ্টিয়া, ব্রাক্ষ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আমাদের কাছে রোগী আসছে। এখন এটা খুব আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে।

[৫] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দীন আহমেদ বলেন, ডেল্টা ভেরিয়েন্ট যেভাবে সংক্রমিত হচ্ছে তাতে আমাদের আরো সতর্ক হতে হবে। এখন যেভাবে সংক্রমণ বাড়ছে আমার আশঙ্কা মৃত্যুহার ৮২ থেকেও বৃদ্ধি পেতে পারে।

[৬] কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ বলেন, প্রথমে আমাদের সীমান্তবর্তী জেলাগুলো আক্রান্ত হয়েছে। তার পরবর্তীতে তাদের পার্শ্ববর্তী জেলাগুলো আক্রান্ত হয়েছে। আর ঢাকার সাথে যেহেতু সব জেলারই যোগাযোগ থাকে তাই ঢাকায় আসাটা শুধু সময়ের ব্যাপার ছিলো। আমার এখানে আড়াই গুনের বেশি রোগী বেড়েছে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়