স্পোর্টস ডেস্ক : [২] নারী নিয়ে হোটেল কক্ষে আনন্দফুর্তী আর পার্টি করার অভিযোগ উঠেছে চিলির ৬ ফুটবলাররের বিরুদ্ধে। কোপা আমেরিকার বিধি নিষেধ ভঙ্গ করায় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তারা।
[৩] করোনা পরিস্থিতিতে সব বড় টুর্নামেন্টেই রয়েছে জৈব সুরক্ষা বলয়। কোপা আমেরিকাও চলছে একই নিয়মে। কিন্তু এই নিয়ম ভেঙে জাতীয় দলের হোটেল রুমে পার্টি করেছেন আর্তুরো ভিদাল, স্ট্রাইকার এডুয়ার্ডো ভারগাস, জ্যাঁ মেনেসেস, গ্যারি মেডেল, পাবলো গালদামেস ও পাবলো আরাঙ্গুইজের মতো তারকারা। গুঞ্জন আছে, এই ছয় ফুটবলারকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হতে পারে।
[৪] এর আগে হোটেলের বাইরে থেকে হেয়ার ড্রেসারকে এনে চুল কাটিয়েছিলেন ভিদাল ও মেডেল। তখন ৩০ হাজার ডলার জরিমানা গুনতে হয়েছিল এই দুই ফুটবলারকে। - জি নিউজ/ যমুনাটিভি