শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ১২:১২ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২১, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে প্রবেশ বন্ধ থাকলেও, দৌলতদিয়ায় ফেরি পারাপার চলছে

মিনহাজুল আবেদীন: [২] ঢাকার প্রবেশপথগুলোতে কড়া পাহারা বসানো হয়েছে। ঢাকায় ঢুকতে কিংবা বের হতে দেয়া হচ্ছে না দূরপাল্লার যানবাহন। দু-একটি গাড়ি ঢাকা থেকে বের হওয়া কিংবা ঢোকার চেষ্টা করলেও তাদের পড়তে হচ্ছে শাস্তির মুখে।

[৩] এদিকে কঠোর লকডাউনে নির্দেশনা অমান্য করে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আজ সকালে যাত্রীবাহী বাস পারাপার হয়। সকাল নয়টার দিকে পাটুরিয়ার তিন নম্বর ঘাটে। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা এসব যানবাহন যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা হচ্ছে। প্রথম আলো

[৪] ঘাটসংশ্লিষ্টরা জানায়, সোমবার রাতে রওনা হওয়া যাত্রীবাহী বাসগুলো আজ মঙ্গলবার ভোরে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় এসে আটকা পড়ে। যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে এসব বাস পারাপার করা হয়।

[৫] সকাল নয়টার দিকে শাহ আলী ও রজনীগন্ধা নামের ফেরি দুটি যাত্রী ও যাত্রীবাহী বাস নিয়ে পাটুরিয়ার তিন নম্বর ঘাটে আসে। দুটি ফেরিতে ১৮ থেকে ২০টি যাত্রীবাহী বাস ছিলো। এসব বাস ও ফেরি মিলিয়ে ছয় শতাধিক যাত্রী নদী পার হয়ে ঢাকায় যান। সময় টিভি

[৬] বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডবিøউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে কোনো যাত্রীবাহী বাস পারাপার করা হচ্ছে না। তবে রাতে ও ভোরে আসা দৌলতদিয়া প্রান্তে আটকে থাকা কয়েকটি যাত্রীবাহী বাস ফেরিতে পাটুরিয়ায় আসে। সরকার নির্দেশিত কঠোর লকডাউনের নির্দেশনা মেনে শুধু পণ্যবাহী যানবাহন পারাপার করা হচ্ছে।

[৭] এদিকে সোমবার (২১ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মঙ্গলবার থেকে ৩০ জুন পর্যন্ত মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জে বিধিনিষেধ (লকডাউন) আরোপ করা হয়েছে। মানবজমিন, সম্পাদনা: রাশিদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়