শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৬:৩৫ বিকাল
আপডেট : ২১ জুন, ২০২১, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নগরকান্দায় চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

হারুন-অর-রশীদ : [২] ফরিদপুরের নগরকান্দায় চার কেজি গাঁজাসহ মনির মোল্যা (২৬) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। উপজেলার দহিসারা নামক গ্রাম থেকে তাকে আটক করা হয়। মনির মোল্যা দহিসারা গ্রামের শাহজাহান মোল্যার ছেলে।

[৩] সোমবার (২১ জুন) বিকালে নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

[৪] পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ১ টায় ফরিদপুরের নগরকান্দার দহিসারা গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ দাহিসারা গ্রামের একটি মুদির দোকানের সামনে থেকে চার কেজি গাঁজাসহ মনির মোল্যা নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করে। এসময় অপর আরেক ব্যাক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

[৫] এ ঘটনায় দুজনের নাম-ঠিকানা উল্লেখ পূর্বক নগরকান্দা থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

[৬] নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে কোর্টে সোপর্দ করা হয়েছে। আর পলাতক অপর আসামীকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়