শিরোনাম
◈ খেলোয়াড়দের ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ নিউটনের বিরুদ্ধে, শাস্তি চায় মানবাধিকার কমিশন ◈ দেশের উন্নয়ন দেখে সহ্য হচ্ছে না বিএনপিসহ মির্জা ফখরুলের: আইনমন্ত্রী  ◈ আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে: মির্জা ফখরুল ◈ স্থানীয় জনগণ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রী ◈ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে শুভেচ্ছা ◈ আশ্রয় আবেদন খারিজ হওয়ায় ১১ হাজার বাংলাদেশিদের ফেরত পাঠাবে ব্রিটেন  ◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৪:১৯ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে জুয়ার আসরে পুলিশের অভিযান, ১১ জুয়াড়ি গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : [২] বগুড়ার আদমদীঘিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে এগার জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২০ জুন রোববার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের করজবাড়ী গ্রামে সাদ্দাম হোসেনের বাড়ীতে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়।

[৩] এসময় তাদের নিকট থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির সদর ইউনিয়নের করজবাড়ী গ্রামের সাদ্দাম হোসেন (২৬), সাহের আলী (৩৮), উজ্জল হোসেন (২৩), পিন্টু (৩৬), আতোয়ার হোসেন (৩৮), স্বপন মন্ডল (১৯), মুকুল হোসেন (৪০), দক্ষিন গনিপুর গ্রামের এখলাছ আলী (৪৮), গোলাম মোস্তফা (৪২), তামিম (২৮) ও দেলোয়ার হোসেন (৪৮)।

[৪] আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, গত রোববার দিবাগত রাতে আদমদীঘির সদর ইউনিয়নের করজবাড়ী গ্রামে সাদ্দাম হোসেনের বাড়ীতে অবৈধ ভাবে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে উপ-পরিদর্শক রকিব হোসেন র্ফোসসহ সাদ্দামের বাড়ীতে অভিযান চালিয়ে ১১জন জুয়াড়িকে হাতে-নাতে গ্রেফতার করে।

[৫] তাদের নিকট থেকে নগদ ৮হাজার টাকা, ২সেট তাস, চটের বস্তাসহ জুয়া খেলার বিভিন্ন সামগ্রি উদ্ধার করা হয়। এ ব্যাপরে থানায় জুয়া আইনে মামলা দিয়ে গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়