আন্তর্জাতিক ডেস্ক : বাবা মানে বটবৃক্ষের ছায়া। বাবা মানে নির্ভরতা। শাস্ত্রে বলা হয়েছে, ‘পিতাই ধর্ম, পিতাই স্বর্গ, পিতাই পরম তপস্যা। সন্তানের প্রতি পিতা বা বাবার ভালোবাসা চিরকালের।’
বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের একটি অন্যতম দিন বাবা দিবস। প্রতিবছর জুনের তৃতীয় রোববার বিশ্বব্যাপী বাবা দিবস উদযাপিত হয়।
বিশ্ব বাবা দিবসে পিতৃত্ব এবং পৈত্রিক বন্ধনের প্রতি সম্মান জানানো হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বিশ্ব বাবা দিবস নিয়ে মন্তব্য করেছেন।
এরদোগান বলেন, আমি আমাদের সকল বাবাকে অভিনন্দন জানাই, যারা জীবনভর পরিবারকে সমর্থন দিয়ে গেছেন। বাবারা তাদের যৌবন, সঞ্চয়সহ সর্বস্ব সন্তানদের ভবিষ্যত গড়ায় বিনিয়োগ করেন।
বাবা দিবসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান আরও বলেন, আমি সকল বাবা এবং অগ্রজদের স্মরণ করি, বিশেষ করে আমাদের শহীদদের; যারা চিরতরে চলে গেছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি