রাশিদ রিয়াজ : ইসলামিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ২০১৬ সালে চীনের এ টিভি সিরিজটি কিনে নিয়েছে। এর প্রথম অংশে ৫০টি পর্ব রয়েছে যেটি পরিচালনা করেছে লি কোক ল্যাপ। আইআরআইবি চ্যানেল ফাইভ ‘ইম্পেরিয়াল ডক্ট্রেস’ প্রচারিত হবে। চীনের ঐতিহাসিক ঘটনা নিয়ে টিভি সিরিয়ালটি নির্মিত। চেচিলিয়া লিউ, ঝ্যাং ঝিমু, ওয়ালেচ হুও, লোউ উনহাও, হুয়াং জুয়ান ও উ জিন জি এ টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। চীনের নারী চিকিৎসক ট্যান উনজিয়ান যিনি দেশটির মিং সাম্রাজ্যে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তাকে কেন্দ্র করেই এ টিভি সিরিয়ালটি নির্মিত। ট্যান চিকিৎসা শুরু করেছিলেন চীনা সম্রাট ইংজং। বংশপরাক্রমাণুসারে ট্যানের পরিবার চিকিৎসা সেবায় নিয়োজিত ছিল। মৃত্যুর আগে ট্যান ‘সেয়েইংস অব এ ফিমেল ডক্টর’ নামে একটি বই লিখে যান। এই নারী চিকিৎসক ঝু কিঝেন ও ঝু কিইউ নামে দুই রাজকুমারের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। তেহরান টাইমস