শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৫:০২ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২১, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : [২] শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। চোটাক্রান্ত জফরা আর্চার এই সিরিজেও ফিরতে পারলেন না। আবার চোটে পড়েছেন আরেক পেসার ওলি স্টোন। তাইতো কপাল খুলেছে তরুণ পেসার জর্জ গার্টনের।

[৩] চোটের কারণে আর্চারের সাথে এই সিরিজের বিবেচনায় আসতে পারেননি বেন স্টোকস, সাকিব মাহমুদ, রিস টপলি ও ওলি স্টোন।

[৪] নতুন মুখ সাসেক্স পেসার গার্টন লিস্ট এ ক্রিকেটে খেলেছেন ২৪টি ম্যাচ। ৩৪.২৪ গড়ে শিকার করেছেন ২৯টি উইকেট। চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে যাওয়া সাকিব মাহমুদদের সাথে একই দলে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে খেলেছেন তিনি।

[৫] ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ২৯ জুন। সিরিজের বাকি দুইটি ম্যাচে ১ জুলাই ও ৪ জুলাই। তার আগে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। উক্ত সিরিজের স্কোয়াড আগেই ঘোষণা করা হয়েছিল।

[৬] আগামী ২৩ জুন থেকে শুরু হবে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।

[৭] ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:- ইয়ন মরগান (অধিনায়ক), জো রুট, মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম ডওসন, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড ও জর্জ গার্টন।

[৮] টি-টোয়েন্টি স্কোয়াড:- ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম ডওসন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়