নুরে আলম : [২] অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে টিকা সরবরাহের চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে ইইউ। জুনের মধ্যেই ১২ কোটি টিকা সরবরাহের জন্য অস্ট্রাজেনেকাকে চাপ দিতে এ মামলা করে ইইউ। শুক্রবার ব্রাসেলসের আদালত মামলাটি খারিজ করে দেন। রয়টার্স, বিবিসি
[৩] অ্যাস্ট্রাজেনেকার দাবি ছিলো, এই মামলা ভিত্তিহীন। যদিও এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছে ইইউ। তারা চেয়েছিলো চলতি মাসেই নির্ধারিত পরিমাণ ডোজ টিকা দেওয়া হোক। অন্যথায় অ্যাস্ট্রাজেনাকে জরিমানা করার আর্জি জানিয়েছিলো তারা।
[৪] ইইউয়ের এই দাবি প্রত্যাখ্যান করে অ্যাস্ট্রাজেনেকাকে টিকা সরবরাহের সময়সীমা বাড়িয়ে দিয়েছেন আদালত। আগামী সেপ্টেম্বরের মধ্যে তিনধাপে পাঁচ কোটি ডোজ টিকা ইইউকে বুঝিয়ে দিতে হবে। এর ব্যাতিক্রম হলে বিপুল অর্থ জরিমানা গুনতে হবে এই কোম্পানিটিকে। সম্পাদনা: সুমাইয়া ঐশী