শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৬:৩৪ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় পাঁছ লক্ষাধিক টাকার ইয়াবাসহ আটক ১

আবুল কালাম: [২] পাবনার সুজানগরে আব্দুস সালাম বিশ্বাস( ৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে পাঁছ লক্ষাধিক টাকা মূল্যের ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

[৩] শুক্রবার (১৮ জুন) রাতে উপজেলার দুলাই এলাকার বদনপুর মহল্লা থেকে তাকে আটক করা হয়। শনিবার (১৯ জুন) দুপুরে থানায় মামলা রুজু করে কারাগারে পাঠানো হয়েছে।

[৪] আটককৃত মাদক ব্যবসায়ী দুলাই বদনপুর এলাকার মৃত মুজিবুর বিশ্বাসের ছেলে।

[৫] জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

[৬] গোয়েন্দা পুলিশ জানায়, পাবনার পুলিশ সুপারের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা, পাবনার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার নিকট হতে এবং একই এলাকার আব্দুস সালাম বিশ্বাসের ছেলে পলাতক আসামী মো. টুটুল বিশ্বাস (২৯) এর ফেলে যাওয়া সর্বমোট ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য ৫ লাখ ৪০ চল্লিশ হাজার টাকা ও ইয়াবা ট্যাবলেটের বিক্রয় মূল্য ২১ হাজার ৫০০ টাকা এবং মোবাইল ফোন উদ্ধার করেন।

[৭] সুজনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এই সংক্রান্তে সুজানগর থানায় একটি মাদক আইনে মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়