শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৬:৩৪ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় পাঁছ লক্ষাধিক টাকার ইয়াবাসহ আটক ১

আবুল কালাম: [২] পাবনার সুজানগরে আব্দুস সালাম বিশ্বাস( ৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে পাঁছ লক্ষাধিক টাকা মূল্যের ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

[৩] শুক্রবার (১৮ জুন) রাতে উপজেলার দুলাই এলাকার বদনপুর মহল্লা থেকে তাকে আটক করা হয়। শনিবার (১৯ জুন) দুপুরে থানায় মামলা রুজু করে কারাগারে পাঠানো হয়েছে।

[৪] আটককৃত মাদক ব্যবসায়ী দুলাই বদনপুর এলাকার মৃত মুজিবুর বিশ্বাসের ছেলে।

[৫] জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

[৬] গোয়েন্দা পুলিশ জানায়, পাবনার পুলিশ সুপারের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা, পাবনার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার নিকট হতে এবং একই এলাকার আব্দুস সালাম বিশ্বাসের ছেলে পলাতক আসামী মো. টুটুল বিশ্বাস (২৯) এর ফেলে যাওয়া সর্বমোট ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য ৫ লাখ ৪০ চল্লিশ হাজার টাকা ও ইয়াবা ট্যাবলেটের বিক্রয় মূল্য ২১ হাজার ৫০০ টাকা এবং মোবাইল ফোন উদ্ধার করেন।

[৭] সুজনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এই সংক্রান্তে সুজানগর থানায় একটি মাদক আইনে মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়