শিরোনাম
◈ সোহানের রেকর্ড সেঞ্চুরি, বাংলা‌দেশ জিত‌লো ১১ ওভারেই ◈ এ‌শিয়ান কাপ বাছাই খেল‌তে ঢাকায় পৌঁ‌ছে‌ছে ভারতীয় ফুটবল দল ◈ নির্বাচন নিয়ে আপাতত স্বস্তি, অর্থনীতির পালে হওয়া ◈ ১০০ মিলিয়ন ডলারের দুর্নীতি কেলেঙ্কারি, জেলেনস্কির জ্বালানি খাতের সংস্কার প্রতিশ্রুতি  ◈ ভেনেজুয়েলায় সামরিক অভিযানের সিদ্ধান্ত নিলেন ট্রাম্প ◈ হাসিনার মামলার রায়: কর্মসূচির নামে নাশকতার চেষ্টা, উদ্বেগ-উৎকণ্ঠা ◈ মধ্যরাতে হাজারীবাগে পার্কিং করা বাসে আগুন ◈ বাংলাদেশের এমসিসি অবস্থা আরও শোচনীয়: রেড জোনে ১৬ সূচক, উন্নতি মাত্র একটিতে ◈ কেন ৩ উপদেষ্টার পদত্যাগ চায় জামায়াতসহ ৮ দল ◈ ৩ রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে যা বললেন প্রেস সচিব শফিকুল আলম

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৬:২৫ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আত্মগোপনে গিয়ে রাষ্ট্রকে সঙ্কটে ফেলা অপরাধ, এটির নিস্পত্তি থানায় নয়, হবে আদালতে: আ স ম আবদুর রব

সমীরণ রায়: [২] জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, গুম হওয়া এবং এ পরিস্থিতি সম্পর্কে টুঁ শব্দটি উচ্চারণ না করার পেছনে কোনও ভীতি বা নির্মমতা লুকিয়ে আছে কিনা তা রাষ্ট্রের অনুসন্ধান করা উচিৎ। এসব স্পর্শকাতর ইস্যুকে কেন্দ্র করে কোনও অপশক্তি রাষ্ট্রকে বড় ঝুঁকিতে ফেলে দিতে পারে।’

[৩] শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আবু ত্ব-হাসহ চারজন ব্যক্তিগত কারণে আত্মগোপন করে থাকলে স্বচ্ছতার প্রশ্নে তাদের ভাষ্য জনসম্মুখে প্রচার করা জরুরি। ব্যক্তিগত কারণে আত্মগোপন করে রাষ্ট্রকে সঙ্কটে ফেলা এবং সমগ্র জাতিকে উদ্বিগ্ন করা নিশ্চয়ই একটি অপরাধ। এই অপরাধের নিষ্পত্তি থানায় নয়, আদালতে হতে হবে।

[৪] তিনি বলেন, অজ্ঞাতবাস থেকে প্রত্যাবর্তনের পর রহস্যজনক নীরবতা রাষ্ট্রের জন্য নিশ্চয়ই মঙ্গলজনক নয়। গুম এবং আত্মগোপনের রহস্য সরকারকেই উদঘাটন করতে হবে। এই অপসংস্কৃতি থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে।

[৫] জেএসডি সভাপতি বলেন, যারা গুম হচ্ছেন তাদের সম্পর্কে সরকার নিষ্ক্রিয় এবং গুম হওয়া ব্যক্তির স্বজনদের আহাজারিতে সরকার ন্যূনতম প্রতিক্রিয়াও ব্যক্ত করছে না। যারা অজ্ঞাতবাস থেকে প্রত্যাবর্তন করছেন তাদের নিয়ে পুলিশের এক তরফা বক্তব্য দিচ্ছে। এতেও জনগণের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে। যা কোনওক্রমেই গ্রহণযোগ্য নয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়