মারুফ হাসান: [২] দিনের হাই ভোল্টেজ ম্যাচ আর্জেন্টিনা বনাম উরুগুয়ে বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয়।
[৩] খেলার ১৩ মিনিটের মাথায় প্রথম গোল পায় আর্জেন্টিনা, চমৎকার গোলটি করেন রড্রিগুয়েজ।
[৪] ডি পল কর্নার কিক করে বল দেন মেসিকে, যাদুকর ফুটবলার নিখুঁত মাপে গোলপোস্টের ডান দিকে তাক করে বল বাড়িয়ে দেন, মুহূর্তে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান রড্রিগুয়েজ।
[৫] দ্বিতীয়ার্ধে গোলের একটি চমৎকার সুযোগ হাারায় উরুগুয়ে।
[৬] মেসি বার বার বল নিয়ে প্রতিপক্ষের দুর্গে হানা দিলেও আর সফল হতে পারেননি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
¡El primero del Clásico! ⚽ Guido Rodríguez conectó un gran centro de Lionel Messi y @Argentina le gana 1-0 a @Uruguay
🇦🇷 Argentina 🆚 Uruguay 🇺🇾#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/EUwYgLvgeO
— Copa América (@CopaAmerica) June 19, 2021