শিরোনাম
◈ জামায়াতসহ আট দল একই দিনে নির্বাচন ও গণভোটের আ‌য়োজন মে‌নে নি‌লো  ◈ ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম, ম্যাচের প্রতি অর্ধে ৩ মিনিটের পানি পানের বিরতি  ◈ যুব এশিয়া কাপের দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীতে দিনভর আন্দোলনে সাধারণ মানুষের ভোগান্তি, সমাধান কোন পথে ◈ লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে ড্র করলো বাংলাদেশ রেড গ্রিন ◈ সরকারি উন্নয়ন ব্যয় ও ব্যাংকঋণ কমায় বেসরকারি বিনিয়োগে মন্দা, অর্থনীতি স্থবির হওয়ার আশঙ্কা ◈ টানা চার দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ◈ হাতে হ্যান্ডকাফ ও শেকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ বাংলাদেশিকে দেশে ফেরত ◈ সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, একদিনে এলো ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ ◈ ওয়াজের মঞ্চে স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০৯:৩৬ রাত
আপডেট : ১৮ জুন, ২০২১, ০৯:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২০ জুন

বাশার নূরু: [২] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

[৩] বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান শুক্রবার বলেন, ‘অনলাইনে আবেদন শুরু হবে ২০ জুন দুপুর ১২টা থেকে। আবেদন করা যাবে ৩১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে করোনা পরিস্থিতির কারণে এখনও পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়নি।’

[৪] তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ও কয়েকটি দৈনিক পত্রিকায় ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

[৫] বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ, বি, সি, ডি ও ই-ইউনিটের প্রতিটিতে আবেদনের জন্য ইউনিট ফি ধরা হয়েছে ৬০০ টাকা। সি-১, এফ, জি, এইচ, আই ইউনিটের প্রতিটির জন্য ইউনিট ফি ধরা হয়েছে ৪০০ টাকা। আবেদন ফি বিকাশ, নগদ, রকেটের মধ্যমে দেয়া যাবে।

[৬] গাণিতিক ও পদার্থবিজ্ঞানবিষয়ক এ-ইউনিটে আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ন্যূনতম ৪ ও সর্বমোট জিপিএ-৮ দশমিক ৫০ থাকতে হবে।

[৭] সমাজবিজ্ঞান অনুষদের বি-ইউনিট এবং কলা ও মানবিক অনুষদের সি-ইউনিটে আবেদন যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে আলাদাভাবে ন্যূনতম ৩ দশমিক ৫০ ও সর্বমোট জিপিএ-৮ নির্ধারণ করা হয়েছে।

[৮] সি-১ ইউনিটের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে আবেদনের জন্য আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৩ দশমিক ২৫ এবং সর্বমোট ৬ দশমিক ৫, চারুকলা বিভাগের জন্য আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৩ দশমিক ৫০ এবং সর্বমোট জিপিএ-৭ থাকতে হবে।

[৯] জীববিজ্ঞান অনুষদ তথা ডি-ইউনিটে আবেদনের জন্য আলাদাভাবে ন্যূনতম ৪ এবং সর্বমোট জিপিএ-৯ থাকতে হবে।

[১০] বিজনেস স্টাডিজ অনুষদ তথা ই ইউনিটের জন্য এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে জিপিএ ন্যূনতম ৩ দশমিক ৭৫ এবং সর্বমোট ৭ দশমিক ৫০ ও বিজ্ঞান শাখার জন্য আলাদাভাবে জিপিএ-৪ এবং সর্বমোট ৮ থাকতে হবে।

[১১] আইন অনুষদ অর্থাৎ এফ-ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসিতে জিপিএ আলাদাভাবে ন্যূনতম ৪ এবং সর্বমোট ৮ থাকতে হবে। তবে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য সর্বমোট জিপিএ-৮ দশমিক ৫০ থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়