তৌহিদুর রহমান নিটল: [২] কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবা কালামোড়া নামক স্থানে পিকআপ চাপায় পুলিশের সাব-ইন্সপেক্টর গোলাম মোস্তফা (৫৭) নিহত হয়েছে।
[৩] বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত মোস্তফা কামালের বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার পুইহারা গ্রামে। তিনি জেলার কসবা থানায় কর্মরত ছিলেন।
[৪] পুলিশ সূত্র জানায়, মহাসড়কে রাতে কর্তব্যরত দায়িত্ব পালনের সময় পিকআপ চাপায় গুরুতর আহত হয়। সেই অবস্থায় সাথে থাকা অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।
[৫] ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: মারুফ