শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৩:৪০ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রদর্শিত সেই অস্ত্রের লাইসেন্স বাতিল : দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ

আবুল কালাম : [২] পাবনা গণপূর্ত বিভাগে আওয়ামী লীগ নেতাদের প্রদর্শিত সেই দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছেন পাবনার জেলা প্রশাসন। গতকাল সকালে লাইসেন্স বাতিলের চিঠি দিয়েছেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ।

[৩] জেলা প্রশাসক কবীর মাহমুদ লাইসেন্স বাতিলের বিষয়টি নিশ্চিত করে জানান, গণপূর্ত অফিসে অস্ত্রের মহড়ার ঘটনায় পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম বিষয়টি তদন্ত করে লাইসেন্সকৃত অস্ত্রের শর্ত ভঙ্গ করায় আওয়ামীলীগ নেতা এআর খান মামুন ও যুবলীগ নেতা শেখ লালুর নামে দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করেন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন অস্ত্র দুটির লাইসেন্স বাতিল করে চিঠি দিয়েছেন।

[৪] এদিকে জেলা আওয়ামী লীগ গণপূর্ত বিভাগে অস্ত্রের মহড়ার সাথে জড়িত থাকার অভিযোগে সদর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাজী ফারুক, পৌর আওয়াম ীলীগের সাংগঠনিক সম্পাদক এআর খান মামুনকে কেনো দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

[৫] একই অভিযোগে যুবলীগ নেতা শেখ লালুকে স্থায়ীভাবে বহিস্কারের জন্যও চিঠি দিয়েছেন জেলা যুবলীগের আহবায়ক কমিটি।

[৬] প্রসঙ্গত, গত ৬ জুন দুপুরে পাবনা গণপূর্ত বিভাগে সশস্ত্র অবস্থায় আওয়ামী লীগের এই তিন ঠিকাদার মহড়ার ভিডিও ফুটেজ সারাদেশে ভাইরাল হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়