শিরোনাম
◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ ◈ শনিবার সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে ◈ আরব-মুসলিমপ্রধান দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা ◈ অনলাইন জুয়ার শাস্তি বিষয়ে যা জানালো তথ্য মন্ত্রণালয় ◈ বাংলাদেশে নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার ◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’!

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৩:৪০ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রদর্শিত সেই অস্ত্রের লাইসেন্স বাতিল : দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ

আবুল কালাম : [২] পাবনা গণপূর্ত বিভাগে আওয়ামী লীগ নেতাদের প্রদর্শিত সেই দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছেন পাবনার জেলা প্রশাসন। গতকাল সকালে লাইসেন্স বাতিলের চিঠি দিয়েছেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ।

[৩] জেলা প্রশাসক কবীর মাহমুদ লাইসেন্স বাতিলের বিষয়টি নিশ্চিত করে জানান, গণপূর্ত অফিসে অস্ত্রের মহড়ার ঘটনায় পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম বিষয়টি তদন্ত করে লাইসেন্সকৃত অস্ত্রের শর্ত ভঙ্গ করায় আওয়ামীলীগ নেতা এআর খান মামুন ও যুবলীগ নেতা শেখ লালুর নামে দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করেন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন অস্ত্র দুটির লাইসেন্স বাতিল করে চিঠি দিয়েছেন।

[৪] এদিকে জেলা আওয়ামী লীগ গণপূর্ত বিভাগে অস্ত্রের মহড়ার সাথে জড়িত থাকার অভিযোগে সদর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাজী ফারুক, পৌর আওয়াম ীলীগের সাংগঠনিক সম্পাদক এআর খান মামুনকে কেনো দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

[৫] একই অভিযোগে যুবলীগ নেতা শেখ লালুকে স্থায়ীভাবে বহিস্কারের জন্যও চিঠি দিয়েছেন জেলা যুবলীগের আহবায়ক কমিটি।

[৬] প্রসঙ্গত, গত ৬ জুন দুপুরে পাবনা গণপূর্ত বিভাগে সশস্ত্র অবস্থায় আওয়ামী লীগের এই তিন ঠিকাদার মহড়ার ভিডিও ফুটেজ সারাদেশে ভাইরাল হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়