শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুর বিভাগে করোনায় সর্বোচ্চ সংক্রমন, নতুন আক্রান্ত ৩৯৬ জন, মৃত্যু ২ জন

আফরোজা সরকার:[২] রংপুর বিভাগে গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১ হাজার ২৫০ জনের টেষ্ট করে নতুন করে ৮ জেলায় ৩৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে দিনাজপুুর জেলায় ১ জন এবং কুড়িগ্রাম জেলায় আরও ১ জন করে মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫৮ জন।

[৩] এ নিয়ে বিভাগে ১ লাখ ৪১ হাজার ৪শ’ ৮৭ জনের টেষ্ট করে মোট ২১ হাাজার ১শ’ ৩৭ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৪শ’ ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৮ হাজার ৫শ’ ৮১জন রোগী সুস্থ হয়েছেন।

[৪] রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের দিনাজপুর জেলায় এ যাবত কালের একদিনে সর্বোচ্চ ২৭৫ জন, ঠাকুরগাঁয় ৪৭, নীলফামারীতে ২০, কুড়িগ্রামে ১৩, পঞ্চগড়ে ১২, লালমনিরহাটে ১১, গাইবান্ধায় ১১ এবং রংপুর জেলায় ৭ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

[৫] বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৬ হাজার ৭শ’ ১৮ জন আক্রান্ত ও ১শ’ ৬১ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৫ হাজার ২শ’ ৯৪ জন আক্রান্ত ও ১০৩ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ২ হাজার ১শ’ ৫৭ জন আক্রান্ত ও ৫৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৮শ’ ৪১ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৬শ’ ৫২ জন অক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৩শ’ ৭৫ জন আক্রান্ত ও ২৬ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ২শ’ ২৭ জন আক্রান্ত ও ১৯ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ৭৩ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

[৬] এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৭৩৫ জন সহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১ লাখ ১৫ হাজার ২শ’ ৩২জন। একই সময়ে ৪৬৩ জন সহ মোট ১ লাখ ৯ হাজার ৬শ’ ৪৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়