শিরোনাম
◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি ◈ এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ ◈ বাংলাদেশি হাইকমিশনারকে ‘হুমকি’ দেওয়া নিয়ে মুখ খুলল ভারত ◈ গণমাধ্যমে হামলা সরকারের দুর্বলতা, মবোক্রেসি বরদাশত নয়: সালাহউদ্দিন আহমদ ◈ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ◈ কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধ.র্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুর বিভাগে করোনায় সর্বোচ্চ সংক্রমন, নতুন আক্রান্ত ৩৯৬ জন, মৃত্যু ২ জন

আফরোজা সরকার:[২] রংপুর বিভাগে গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১ হাজার ২৫০ জনের টেষ্ট করে নতুন করে ৮ জেলায় ৩৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে দিনাজপুুর জেলায় ১ জন এবং কুড়িগ্রাম জেলায় আরও ১ জন করে মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫৮ জন।

[৩] এ নিয়ে বিভাগে ১ লাখ ৪১ হাজার ৪শ’ ৮৭ জনের টেষ্ট করে মোট ২১ হাাজার ১শ’ ৩৭ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৪শ’ ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৮ হাজার ৫শ’ ৮১জন রোগী সুস্থ হয়েছেন।

[৪] রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের দিনাজপুর জেলায় এ যাবত কালের একদিনে সর্বোচ্চ ২৭৫ জন, ঠাকুরগাঁয় ৪৭, নীলফামারীতে ২০, কুড়িগ্রামে ১৩, পঞ্চগড়ে ১২, লালমনিরহাটে ১১, গাইবান্ধায় ১১ এবং রংপুর জেলায় ৭ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

[৫] বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৬ হাজার ৭শ’ ১৮ জন আক্রান্ত ও ১শ’ ৬১ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৫ হাজার ২শ’ ৯৪ জন আক্রান্ত ও ১০৩ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ২ হাজার ১শ’ ৫৭ জন আক্রান্ত ও ৫৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৮শ’ ৪১ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৬শ’ ৫২ জন অক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৩শ’ ৭৫ জন আক্রান্ত ও ২৬ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ২শ’ ২৭ জন আক্রান্ত ও ১৯ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ৭৩ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

[৬] এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৭৩৫ জন সহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১ লাখ ১৫ হাজার ২শ’ ৩২জন। একই সময়ে ৪৬৩ জন সহ মোট ১ লাখ ৯ হাজার ৬শ’ ৪৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়