মো: শাহরিয়ার আলম :[২] লকডাউন দিয়ে কি হবে....এক সপ্তাহে করোনা তো কমেনি.....এইসব বলে কিছু কিছু মানুষ লকডাউন নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করছেন।তাদের জন্য বিনয়ের সাথে বলি লকডাউনের প্রাথমিক উদ্দেশ্য থাকে সংক্রমণের একটা সাইকেল বাধাগ্রস্ত করা যার ব্যপ্তি হতে পারে ন্যুনতম ২-৩ সপ্তাহ।
[৩] চাপাইনবয়াবগঞ্জ জেলা লকডাউনে সংক্রমণ প্রাথমিকভাবে কমিয়ে আনতে পেরেছে। দায়িত্বশীল নাগরিকের কাজ হলো নির্দেশনা মেনে চলা এবং অন্যকে উৎসাহিত করা।
[৪] রাজশাহী মহানগরে লকডাউন সন্তোষজনকভাবে পালিত হচ্ছে। জেলার অন্যান্য স্থানে করোনা বিধিনিষেধ না মেনে চললে এবং সংক্রমণ বাড়তে থাকলে সেইসব স্থানেও লকডাউন দেয়া হতে পারে। যেখানে যেই মাত্রার লকডাউন দেয়া হয়েছে তা স্ব স্ব স্থান থেকে মেনে চলা সকলের দায়িত্ব। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।ফেসবুক থেকে