নিজস্ব প্রতিবেদক: [২] সুইজারল্যান্ডে আরচারি বিশ্বকাপ স্টেজ -২ এ রৌপ্য জয়ের পর এবার ফ্রান্সের প্যারিসে স্টেজ-৩ এ অংশ নেবে বাংলাদেশ দল। পাশাপাশি এ আসর থেকে টোকিও অলিম্পিকেও কোয়ালিফাই করা যাবে। ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিউদ্দিন চপল এ তথ্য জানিয়েছেন।
[৩] ১১ সদস্যের দল বৃহস্পতিবার (১৭ জুন) রাতে ঢাকা ত্যাগ করবে। পুরো দলের একডোজ ভ্যাকসিন নেয়ায় তাদের প্যারিসে পৌঁছে কোয়ারেন্টিনে থাকতে হবে না। প্রতিযোগিতায় কোয়ালিফিকেশন ও এলিমিনেশন রাউন্ডে ৭০ মিটার দুরত্বের রিকার্ভ ডিভিশনে খেলা হবে।
[৪] বাংলাদেশ দলের আরচাররা হলেন- মো. রোমান সানা, রাম কৃষ্ণ সাহা, হাকিম আহমেদ রুবেল, আবদুর রহমান আলিফ, দিয়া সিদ্দিকী, বিউটি রায়, মেহনাজ মনিরা ও নাসরিন আক্তার। মে মাসে বিশ্বকাপ স্টেজ -২ এ রিকার্ভ মিশ্র ইভেন্টে রৌপ্য জেতেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। - প্রেসবিজ্ঞপ্তি