শিরোনাম
◈ হাদির জানাজা শনিবার বিকাল আড়াইটায়, বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি ◈ ওসমান হাদির মরদেহ দেখার সুযোগ থাকবে না ◈ কারো নির্দেশনা বা প্ররোচনায় পা দিবেন না: ইনকিলাব মঞ্চ ◈ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন ◈ কল‌ম্বিয়ায় ফুটবল ম্যাচে ভয়াবহ সহিংসতা, আহত ৫৯ ◈ সন্ত্রাসীর গু‌লি‌তে নিহত ওসমান হাদির জন‌্য বিসিবি-বাফুফের শোক ◈ সিসিইউতে বেগম জিয়া: বিশেষ চিকিৎসা দেওয়া হয়েছে, জানালেন ডা. জাহিদ ◈ দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ, যে নির্দেশনা দিলো ইনকিলাব মঞ্চ ◈ সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস সরকারের, দোষীদের সর্বোচ্চ শাস্তির ঘোষণা ◈ ছায়ানট ভবনে তাণ্ডব: কার্যক্রম বন্ধ ঘোষণা (ভিডিও)

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০২:২৪ রাত
আপডেট : ১৭ জুন, ২০২১, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা রোধের ১১ দফার মধ্যেও চালু থাকবে আম বেচা-কেনা

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাস রোধে জেলা প্রশাসনের দেয়া ১১ বিধিনিষেধের মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ চলমান কঠোর বিধিনিষেধ আগামী ২৩ তারিখ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন। আরটিভি

এর আগে দুই দফা ১৪ দিনের লকডাউন শেষে ১৬ জুন পর্যন্ত ১১টি কঠোর বিধিনিষেধ জারি করেছিল স্থানীয় প্রশাসন। সেই বিধিনিষেধ বাড়িয়ে ২৩ তারিখ পর্যন্ত করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জে করোনার সংক্রমণ হার কমেছে।

বিধিনিষেধের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সকল দোকান-পাট স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। একই সময় পর্যন্ত কৃষি ও নির্মাণ শ্রমিকরা কাজ করতে পাবেন। আন্তঃজেলা রুটে বাস চলাচল করবে না। তবে রিকশায় ১ জন ও অটোরিকশায় ২ জন যাত্রী পরিবহন করতে পারবে। সবধরনের জনসমাবেশসহ সব সাপ্তাহিক হাট-বাজার বন্ধ থাকবে।

চাঁপাইনবাবগঞ্জের আম বাণিজ্য প্রসঙ্গে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে আম কেনা-বেচা ও পরিবহন চালু থাকবে।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়