শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৮:০০ রাত
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাকলিয়ায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণকারী জাহিদ গ্রেপ্তার

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন পূর্ব বাকলিয়া এলাকায় কবরস্থানে সাইনবোর্ড লাগানোর বিরোধিতাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রকাশ্যে আগ্নেয় অস্ত্র দিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা ও গুলিবর্ষণকারী জাহিদুল আলমকে গ্রেপ্তার এবং তার দেওয়া তথ্যমতে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

[৩] বুধবার ১৬ই জুন বেলা সাড়ে ১২ টায় সিএমপি’র উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। এসময় প্রেস ব্রিফিংকালে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি দক্ষিণ) ও জনসংযোগ কর্মকর্তা শাহ মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আমিনুল ইসলাম, সহকারী কমিশনার চকবাজার জোন কামরুল ইসলাম, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সহ পুলিশ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৪] সংবাদ সম্মেলনে এডিসি শাহ মোঃ আব্দুর রউফ জানান, সেদিনের সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে জাহিদকে শনাক্ত করে মঙ্গলবার রাতে বাঁশখালীর গহীন অরণ্য থেকে আটক করার কথা জানিয়ে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একটি বিদেশি পিস্তলের ব্যাপারে তথ্য দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

[৫] ১১ ই জুন ওই হামলা ও সংঘর্ষের ঘটনায় জাহেদ কে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা যায় ভিডিও ফুটেজে সেই ঘটনায় গুলিবিদ্ধ চার জন এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আটকৃত জাহিদকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে এবং প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনকারী ও অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত বলে জানানো হয়।সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়