শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৮:০০ রাত
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাকলিয়ায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণকারী জাহিদ গ্রেপ্তার

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন পূর্ব বাকলিয়া এলাকায় কবরস্থানে সাইনবোর্ড লাগানোর বিরোধিতাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রকাশ্যে আগ্নেয় অস্ত্র দিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা ও গুলিবর্ষণকারী জাহিদুল আলমকে গ্রেপ্তার এবং তার দেওয়া তথ্যমতে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

[৩] বুধবার ১৬ই জুন বেলা সাড়ে ১২ টায় সিএমপি’র উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। এসময় প্রেস ব্রিফিংকালে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি দক্ষিণ) ও জনসংযোগ কর্মকর্তা শাহ মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আমিনুল ইসলাম, সহকারী কমিশনার চকবাজার জোন কামরুল ইসলাম, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সহ পুলিশ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৪] সংবাদ সম্মেলনে এডিসি শাহ মোঃ আব্দুর রউফ জানান, সেদিনের সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে জাহিদকে শনাক্ত করে মঙ্গলবার রাতে বাঁশখালীর গহীন অরণ্য থেকে আটক করার কথা জানিয়ে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একটি বিদেশি পিস্তলের ব্যাপারে তথ্য দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

[৫] ১১ ই জুন ওই হামলা ও সংঘর্ষের ঘটনায় জাহেদ কে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা যায় ভিডিও ফুটেজে সেই ঘটনায় গুলিবিদ্ধ চার জন এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আটকৃত জাহিদকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে এবং প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনকারী ও অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত বলে জানানো হয়।সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়