শিরোনাম
◈ পাজর থেত‌লে দেয়ার অ‌ভি‌যোগ, চো‌খের নি‌চে ও কপা‌লে আঘা‌তের চিহ্ন নিয়ে আদালতে হাজিরা দিলেন মাদুরোর স্ত্রী ◈ ট্রা‌ম্পের ম‌স্তিস্ক অচল, যুক্তরাষ্ট্র ভয়াবহ স্বৈরশাসকের হাতে আটকা পড়েছে: ব্রিটিশ গবেষক ◈ জোটের আসন ভাগাভাগি নিয়ে জামায়াত-ইসলামী আন্দোলন টানাপোড়েন ◈ স্প্যানিশ সুপার কাপেও পাওয়া যা‌বে না এমবাপে‌কে ◈ সাবেক ক্রিকেটার নয়, আ‌মি নি‌জে‌কে কোচ হিসেবে প‌রিচয় দি‌তে চাই: আব্দুর রাজ্জাক ◈ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে পা দেবেন তারেক রহমান, বরণে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা ◈ ৬.৭ ডিগ্রিতে নেমে এলো নওগাঁর তাপমাত্রা, শীতে বিপর্যস্ত জনজীবন ◈ জকসু নির্বাচন: প্রাথমিক ফলাফলে ভিপি ও জিএস সহ শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা ◈ হাদি হত্যায় চার্জশিট প্রত্যাখ্যান ইনকিলাব মঞ্চের: রাষ্ট্রযন্ত্র জড়িত থাকার দাবি ◈ প্রশাসনের আশ্বাসে সুন্দরবনে নৌযান ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৫:৫৬ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রে পু‌লি‌শের উপ-প‌রিদর্শকসহ আটজন‌কে আসামি ক‌রে মামলা দা‌য়ের, পি‌বিআই‌কে তদ‌ন্তের নি‌র্দেশ

র‌হিদুল খান : [২] পুলিশের লাথিতে মোজাহিদ নামে চার বছরের এক শিশুকে রক্তাক্ত আহত করার ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক লিটনসহ ৮ জনকে আসামি করে মামলা হয়েছে। ‌জেলার মণিরামপুর উপ‌জেলার রসুলপুর গ্রামের আব্দুল খালেক বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে মামলাটি করেন। বিজ্ঞ আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

[৩] এ মামলার অন্য আসামিরা হচ্ছেন রসুলপুর গ্রামের ইব্রাহিম সরদার, খলিলুর রহমান মোড়ল, আব্দুল জলিল মোড়ল, নূরুল ইসলাম সরদার, শামসুর সরদার, আতিয়ার সরদার ও শহিদ সরদার।

[৪] বাদীর অভিযোগ রসুলপুর মৌজার এক খন্ড জমি ৮ মার্চ আসামিরা সংঘবদ্ধভাবে দখলের চেষ্টা করেন। এর আগে বিবাদীরা রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেন। অভিযোগ রয়েছে এসআই লিটন দখলকারীদের পক্ষ নিয়ে গত ১০ এপ্রিল বাদীর বাড়িতে শালিস বৈঠকে উপস্থিত হন। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বাদীর বাড়িতে পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষকে নিয়ে বসাবসি হয়।

[৫] রাজগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই লিটন ওই বৈঠকে বাদী আব্দুল খালেককে তার প্রতিপক্ষের নামে জমির দলিল সম্পাদন করে দিতে চাপ প্রয়োগ করেন। এতে রাজি না হওয়ায় পুলিশের উপস্থিতিতে বিবাদীগণ আব্দুল খালেককে মারপিট করে। এসময় সেখানে দাঁড়িয়ে থাকা আব্দুল খালেকের চার বছরের শিশু ছেলে মোজাহিদ ওরফে বাপ্পী পুলিশের পা জড়িয়ে ধরলে পুলিশ তাকে ধাক্কা দিয়ে লাথি মারে। এসময় শিশু মোজাহিদ পড়ে তার কপাল কেটে রক্তাক্ত আহত হয়। তাকে কেশবপুর হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে বলে বাদী তার আরজিতে উল্লেখ করেছেন।

[৬] এছাড়াও জমি রেজিস্ট্রি না করে দেওয়ায় বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে চলেছেন। যে ঘটনাগুলোতেও আসামি পক্ষকে ইন্ধন দিচ্ছেন এই পুলিশ কর্মকর্তা। নিরূপায় হয়ে ন্যায় বিচারের জন্য আব্দুল খালেক উপ-পরিদর্শক এসআই লিটনসহ ৮ জনকে অভিযুক্ত করে আদালতে মামলা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়