শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৪:৪৫ সকাল
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্দান্ত জয় দিয়ে ইউরো মিশন শুরু বেলজিয়ামের

স্পোর্টস ডেস্ক: দুই দলের মধ্যে শক্তিমত্তার ব্যবধান স্পষ্ট র‌্যাংকিংয়েই। বেলজিয়াম যেখানে নাম্বার ওয়ান (এক নম্বরে), রাশিয়ার ফিফা র‌্যাংকিং ৩৮। মাঠেও ব্যবধানটা টের পেল রুশরা, ঘরের মাটিতে খেলেও ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে পাত্তাই পেল না দলটি।

সেইন্ট পিটার্সবার্গের ক্রেসতভস্কি স্টেডিয়ামে টুর্নামেন্টের ‌‘বি’ গ্রুপের ম্যাচে দাপট দেখিয়ে খেলেই ৩-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে বেলজিয়াম। জোড়া গোল করেন দলটির তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। বাকি এক গোল থমাস মুনিয়েরের।

ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় বেলজিয়াম। লুকাকুর বক্সের মধ্য থেকে নেয়া বাঁ পায়ের শট ডানদিকের কর্নার দিয়ে ঢুকে যায় জালে। যে গোলটি আজ মাঠের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলা ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনকে উৎসর্গ করেছেন লুকাকু।

 

গোলের পর ক্যামেরার সামনে এসে এরিকসেনের উদ্দেশ্যে ভালোবাসা দেখান বেলজিয়ান স্ট্রাইকার। দুজনই ইতালিয়ান সিরিআর ক্লাব ইন্টারে মিলানে খেলেন। তাই বন্ধুত্বটাও অন্যরকম।

ম্যাচের আধা ঘণ্টা পেরোতেই দ্বিতীয় গোলের দেখা পায় বেলজিয়াম। ৩৪ মিনিটে এবার বাঁ পায়ের শটে প্রায় লুকাকুর মতোই রুশ গোলরক্ষককে পরাস্ত করেন থমাস মুনিয়ের। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রবার্তো মার্টিনেজের দল।

দ্বিতীয়ার্ধে রাশিয়া নিজেদের কিছুটা গুছিয়ে নেয়। কয়েকটি আক্রমণও করে। তবে গোলের দেখা পায়নি। শেষ মুহূর্তে বরং আরও এক গোল হজম করে ২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্টরা।

৮৮ মিনিটে থমাস মুনিয়ারের থ্রো বল বক্সের মধ্যে পেয়ে ডান পায়ের কোনাকুটি শটে জাল কাঁপান লুকাকু। তুলে নেন ম্যাচে নিজের দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে নাম্বার ওয়ানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়