শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ১২:০০ রাত
আপডেট : ১৩ জুন, ২০২১, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিসি ফিটলিস্টে উত্তীর্ণ ৫৭ কর্মকর্তার ব্রিফিং চলছে মন্ত্রিপরিষদ বিভাগে

আনিস তপন: [২] গত জানুয়ারী সর্বশেষ ডিসি ফিটলিস্ট তৈরীর জন্য প্রশাসন ক্যাডারের ৩৪৬ জন কর্মকর্তাকে চিঠি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এই তালিকায় মূলত ২৪ ব্যাচের কর্মকর্তাদের নাম থাকলেও ২২ ব্যাচের কিছু কর্মকর্তাকেও ডাকা হয়। তাদের মধ্য থেকে ৫৭ জনকে ডিসি হিসেবে পদায়নের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করে এ সংক্রান্ত কমিটি।

[৩] এরমধ্যে ২ ফেব্রুয়ারী ৭ জন ও বৃহস্পতিবার ১১ কর্মকর্তা ব্রিফিং সভায় যোগ দিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এই ব্রিফিং সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

[৪] জানা গেছে, জেলা প্রশাসকের সার্বিক কার্যাবলী সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আচরণবিধি ও দায়িত্ব সম্পর্কেও দিকনির্দেশনা দেয়া হয়েছে।

[৫] উন্নয়ন কার্যক্রমে কীভাবে জনগণকে সম্পৃক্ত করা যায়, এজন্য ডিসিরা কী কী উদ্ভাবনী কার্যক্রম নিতে পারেন সে সম্পর্কেও সভায় আলোচনা হয়েছে।

[৬] সভায় সিনিয়র সচিবরা জানান, নিয়মিত কাজের বাইরেও অনেক কাজ করতে হয় ডিসিকে। অনেক ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হবে, যা তাকে সমাধান করতে হবে ব্যক্তিগত দক্ষতা ও সক্ষমতা দিয়ে। সিনিয়র সচিবরা ডিসি থাকাকালে যে নানামুখী অভিজ্ঞতা অর্জন করেছেন, তা তুলে ধরেন। কী কী সমস্যার মুখে পড়েছেন, কী ভাবে সমাধান করেছেন, তা জানিয়েছেন ডিসি হিসেবে পদায়নের অপেক্ষায় থাকা কর্মকর্তাদের। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়