শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০৮:৫৭ রাত
আপডেট : ১২ জুন, ২০২১, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা যুদ্ধে শহীদ ১৬০ চিকিৎসক স্মরণে বিএসএমএমইউ’র স্মরণসভা

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে করোনা যুদ্ধে শহীদ সকল শিক্ষক, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করেন। সেই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, করোনা মহামারীর এই সময়ে জীবনবাজি রেখে চিকিৎসক সমাজ রোগীদের সেবায় আত্মদান করেছেন।

[৩] অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন মনে রাখবে। অপরের জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেন, সেই মহান বীর শহীদদের মৃত্যু নাই। চলমান করোনা মহামারী মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সাথে নিয়ে চিকিৎসক সমাজ অবশ্যই সফল হবেন।

[৪] বিএসএমএমইউ’র শিশু সার্জারি বিভাগের উদ্যোগে শনিবার শহীদ ডা. মিল্টন হলে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান ডা. এস এ এম গোলাম কিবরিয়া, শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান, ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ হোসেন, ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মাহমুদুর রহমান, শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা.গাজী জহিরুল হাসানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় স্মরণসভা। শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা.মো. তোসাদ্দেক হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজ কল্যাণ বিষয়ক সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

[৫] এছাড়াও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, বেসিক সাইন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম, শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. শাহীন আকতার, স্মরণসভায় শহীদ চিকিৎসকদের পারিবারিক সদস্যবৃন্দ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়