শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০৪:৩৪ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে নেসকো’র স্মার্ট প্রি-পেইড মিটারে গ্রাহক ভোগান্তি : গণশুনানি

সোহাগ হাসান : [২] সিরাজগঞ্জে বিদ্যুৎ বিতরনকারি প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)’র বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রাহক হয়রানি ও ভোগান্তির বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের হৈমবালা উচ্চ বিদ্যালয়ে সিরাজগঞ্জের বিদুৎ গ্রাহকবৃন্দের ব্যানারে এই গণশুনানি আয়োজন করা হয়।

[৩] এসময় লেখক সাংবাদিক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নব কুমার কর্মকারের সঞ্চালনায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)’র শতাধিক গ্রাহক বিভিন্ন অভিযোগ ও অনিয়মের কথা তুলে ধরেন।

[৪] ভুক্তভোগি রাহেলা বেওয়া, আলমগীর কবির, সুমন কবিরসহ অনেক গ্রাহক অভিযোগ করে বলেন, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)’র সিরাজগঞ্জ বিতরন ও বিক্রয় কেন্দ্র গ্রাহকদের বাড়িতে স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপনের পর থেকেই পূর্বের চেয়ে তিনগুন বেশি ব্যায় হচ্ছে বিদ্যুৎ।

[৫] আগে যে পরিবারে মাসিক বিদ্যুৎ বিল আসত ৫০০ টাকা, এখন তাদেরই ১৫’শ টাকার চেয়েও বেশি ব্যায় হচ্ছে বিদ্যুৎ। মিটার কিনে নেবার পরও মিটার ভাড়া, ভ্যাটসহ নানা চার্জের নামে ৫০০ টাকার বিদ্যুৎ ক্রয় করলে দেড়শো টাকা কেটে রাখা হচ্ছে। এই অনিয়ম বন্ধ করতে হবে বলে ভুক্তভোগীরা জানান।

[৬] সিরাজগঞ্জ নেসকোর নির্বাহী প্রকোশলী মো. আব্দুর রউফ জানান, গণশনানীর কথা শুনেছি। তবে গ্রাহক হয়রানীর কথা অস্বীকার বরে বলেন, আগের প্রি-পেইড মিটারের চেয়ে বর্তমান স্মার্ট প্রি-পেইড মিটারের সেবা অনেকগুন ভাল। গ্রাহকরা এই মিটার সম্পর্কে বুঝতে একটু সমস্যা হচ্ছে। আমারা সর্বক্ষনিক গ্রাহকদের বোঝানোর চেষ্টা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়