শিরোনাম
◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০৩:১৯ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুইসদের মুখোমুখি বেলের ওয়েলস

স্পোর্টস ডেস্ক:[২] বর্ণাঢ্য আয়োজনে রোমে ইউরো ২০২০-এর পর্দা উঠেছে। ইতালি-তুরস্কের লড়াই দিয়ে শুরু হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ওয়েলস-সুইজারল্যান্ড। গ্যারেথ বেলের ওয়েলসের তোলনায় কিছুটা এগিয়ে জর্দান শাকিরিদের সুইজারল্যান্ড। তবে নিজেদের প্রমাণের এই মঞ্চে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না।

[৩]শনিবার (১২ জুন) আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মাঠের লড়াইয়ে নামবে দুই দল। গ্রæপ এ থেকে একে অপরের বিপক্ষে লড়বে ওয়েলস-সুইজারল্যান্ড। এ গ্রæপের অন্য দুই দল ইতালি-তুরস্ক।

[৪] ফিফা র‌্যাংকিংয়ে ওয়েলস-সুইসদের অবস্থান কাছাকাছি। বিশ্বফুটবলে বেলদের দেশের অবস্থান ১৬ নাম্বারে, অন্যদিকে ৩ ধাপ ওপরে ১৩ নাম্বারে অবস্থান করছে সুইজারল্যান্ড। সা¤প্রতিক সময়ে ওয়েলস লো-স্কোরিং ম্যাচ খেললেও তারা সুইসদের ডিফেন্সের দুর্বলতার সুযোগ কাজে লাগাতে পারে।

[৫] ড্যানিয়েল পেস-গ্যারেথ বেলের আক্রমণে পরীক্ষা দিতে হবে দুর্বল সুইস ডিফেন্সকে। তবে শাকিরিদের রক্ষণদূর্গ কিছুটা দুর্বল হলেও তাদের মাঝ মাঠ ও আক্রমণভাগ বেশ শক্তিশালী। মিডফিল্ডে গ্রেইন্ট ঝাকা ও রেমো ফ্রিউলারে জুটি ওয়েলসের বড় মাথা ব্যাথার কারণ হতে পারে।

[৬] সর্বশেষ ৫ ম্যাচে ওয়েলস ২টি করে ম্যাচে হেরেরে আর জিতেছে। ড্র হয়েছে ১টিতে। অন্যদিকে সুইজারল্যান্ড সবকটিতেই জিতেছে। আর নিজেদের মধ্যে মুখোমুখি লড়াইয়ে বেশ এগিয়ে সুইজারল্যান্ড। সর্বশেষ ৫ দেখায় সুইসদের জয় ৪টিতে আর ওয়েলসের মাত্র ১টিতে।

[৭]সম্ভাব্য একাদশ :
ওয়েলস: ওয়ার্ড, ম্যাপম, রডন, ডেভিস, রবার্টস, অ্যালেন, আম্পাদু, উইলিয়ামস, জেমস, উইলসন ও বেল।
সুইজারল্যান্ড: সোমার, এলভেদি, শোয়ার, আকানজি, এমবাবু, জাকারিয়া, ঝাকা, রদ্রিগেজ; শাকিরি, এম্বোলো ও সেফেরোভিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়