রুবেল মজুমদার: [২] টিউবওয়েলের ভিতরে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের বাসা। সেখানে ডিম দিয়ে ৩টি ছানা ফুটিয়েছে। ছানার কিচির-মিচির ডাকে মুখর চারপাশ।
[৩] কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪নং আমড়াতলি ইউনিয়নের ভুবনঘর গ্রামের পোদ্দারপাড়ের মসজিদ সংলগ্ন মো. আবুল হাশেমের বাড়ির টিউবওয়েলের ভিতরে ব্রাকেটের উপরে বাসা বাঁধে দোয়েল। আবুল হাশেমের মেয়ের জামাতা আক্কাস আল মাহমুদ হৃদয় বলেন, সাধারণত পাখি এত কোলাহলে বাসা বাঁধে না। এখানে নিরাপদ ভেবে হয়তো পাখি এসে বাসা বেঁধেছে।
[৪] আবুল হাশেম জানান, বাড়ির টিউবওয়েলের ভিতরে জাতীয় পাখি দোয়েল বাসা তৈরি করেছে। ৩টি ডিম পেড়ে তা দিয়ে ছানা বড় করেছে। ইতোমধ্যে ছানাগুলো উড়াল দেওয়ার অনুশীলন করছে।
[৫] তিনি আরও বলেন, টিউবওয়েলের ভিতরে দোয়েল পাখির বাসা দেখার পর থেকে পানি উঠানো বন্ধ করে দিয়েছি এবং মোটরের সাহায্যে পানি উঠিয়ে ট্যাপের মাধ্যমে ব্যবহার করছি। এক জায়গায় টিউবওয়েল এবং অন্য জায়গায় ট্যাপ। পাখি কী করে এতটা নিশ্চিত হলো আমাদের চলাফেরার মাঝখানে বাসা তৈরি করে ছানা নিয়ে উড়ে যেতে পারবে।
[৬] এছাড়া টিউবওয়েলটির দিকে আমার পুত্রসন্তান মো. মোবারক হোসেন প্রতিনিয়ত খেয়াল রাখছে এবং আশপাশে যাতে ছোট বাচ্চারা গিয়ে ক্ষতি না করতে পারে সেদিকেও খেয়াল রাখছে।
[৭] মোবারক হোসেন বলেন, টিউবওয়েল ব্যবহার করলে ছানাগুলো মারা যেত। পরিবারের সদস্যদের আন্তরিকতায় পাখি তার ছানাগুলো বড় করেছে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের অনেক মানুষ এসে দেখে আসছে। কিছু দিনের মধ্যেই পাখিগুলো মুক্ত আকাশে চলে যেত পারবে। তাদের জন্য শুভকামনা।
এই এলাকার প্রবীণ ব্যক্তিরা বলছেন, পাখি অনেক বুদ্ধিমান প্রাণী। যেখানে নিরাপদ মনে করে সেখানে বাসা বাঁধে। যারা পাখি ও ছানার প্রতি মমতা দেখিয়েছে তাদের ধন্যবাদ জানাচ্ছি।
সম্পাদনা : মারুফ হাসান