শিরোনাম
◈ তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের যে বার্তা দিলেন ◈ বিমানবন্দরে জাপানি অপারেটর অনিশ্চিত, চট্টগ্রাম বন্দরে বিদেশী হাতে টার্মিনাল দেওয়ার প্রস্তুতি ◈ সময় থাকতে ইসরায়েলের বিপজ্জনক প্রবণতা রুখে দিন: আরবদের প্রতি বিশ্লেষকের সতর্কবার্তা ◈ ফেব্রুয়া‌রির নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে নানা আলোচনা যে কারণে ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ম্যানচেস্টার সি‌টি‌কে হারা‌লো  অ্যাস্টন ভিলা ◈ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হ‌চ্ছে আজ সন্ধ‌্যায়  ◈ সোমবার বিকা‌লে থাইল্যান্ডের মু‌খোমু‌খি হ‌বে  বাংলাদেশ নারী দল ◈ অবশেষে বেনাপোল-পেট্রাপোল বাণিজ্য স্বাভাবিক, ট্রাক চলাচলে নতুন সময়সীমা নির্ধারণ ◈ মূলধন ঘাটতির দুঃস্বপ্নে ব্যাংক খাত, আমানতকারীরা সবচেয়ে ঝুঁকিতে ◈ জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে অগ্রসর হওয়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০১:০৮ রাত
আপডেট : ১২ জুন, ২০২১, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় টিউবওয়েলের ভিতরে ফুটেছে ৩টি পাখির ছানা

রুবেল মজুমদার: [২] টিউবওয়েলের ভিতরে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের বাসা। সেখানে ডিম দিয়ে ৩টি ছানা ফুটিয়েছে। ছানার কিচির-মিচির ডাকে মুখর চারপাশ।

[৩] কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪নং আমড়াতলি ইউনিয়নের ভুবনঘর গ্রামের পোদ্দারপাড়ের মসজিদ সংলগ্ন মো. আবুল হাশেমের বাড়ির টিউবওয়েলের ভিতরে ব্রাকেটের উপরে বাসা বাঁধে দোয়েল। আবুল হাশেমের মেয়ের জামাতা আক্কাস আল মাহমুদ হৃদয় বলেন, সাধারণত পাখি এত কোলাহলে বাসা বাঁধে না। এখানে নিরাপদ ভেবে হয়তো পাখি এসে বাসা বেঁধেছে।

[৪] আবুল হাশেম জানান, বাড়ির টিউবওয়েলের ভিতরে জাতীয় পাখি দোয়েল বাসা তৈরি করেছে। ৩টি ডিম পেড়ে তা দিয়ে ছানা বড় করেছে। ইতোমধ্যে ছানাগুলো উড়াল দেওয়ার অনুশীলন করছে।

[৫] তিনি আরও বলেন, টিউবওয়েলের ভিতরে দোয়েল পাখির বাসা দেখার পর থেকে পানি উঠানো বন্ধ করে দিয়েছি এবং মোটরের সাহায্যে পানি উঠিয়ে ট্যাপের মাধ্যমে ব্যবহার করছি। এক জায়গায় টিউবওয়েল এবং অন্য জায়গায় ট্যাপ। পাখি কী করে এতটা নিশ্চিত হলো আমাদের চলাফেরার মাঝখানে বাসা তৈরি করে ছানা নিয়ে উড়ে যেতে পারবে।

[৬] এছাড়া টিউবওয়েলটির দিকে আমার পুত্রসন্তান মো. মোবারক হোসেন প্রতিনিয়ত খেয়াল রাখছে এবং আশপাশে যাতে ছোট বাচ্চারা গিয়ে ক্ষতি না করতে পারে সেদিকেও খেয়াল রাখছে।

[৭] মোবারক হোসেন বলেন, টিউবওয়েল ব্যবহার করলে ছানাগুলো মারা যেত। পরিবারের সদস্যদের আন্তরিকতায় পাখি তার ছানাগুলো বড় করেছে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের অনেক মানুষ এসে দেখে আসছে। কিছু দিনের মধ্যেই পাখিগুলো মুক্ত আকাশে চলে যেত পারবে। তাদের জন্য শুভকামনা।

এই এলাকার প্রবীণ ব্যক্তিরা বলছেন, পাখি অনেক বুদ্ধিমান প্রাণী। যেখানে নিরাপদ মনে করে সেখানে বাসা বাঁধে। যারা পাখি ও ছানার প্রতি মমতা দেখিয়েছে তাদের ধন্যবাদ জানাচ্ছি।

সম্পাদনা : মারুফ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়