শিরোনাম
◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে? ◈ কক্সবাজার বিমানবন্দরে কুকুরের ধাক্কায় অল্পের জন্য দুর্ঘটনা এড়াল ইউএস-বাংলার ফ্লাইট ◈ ভালোবাসার টানে বাংলাদেশে আসা চীনা নাগরিক বিয়ে না করে যে কারণে দেশে ফিরছেন ◈ দুই বি‌লিয়ন ডলা‌রে বিক্রি হবে আই‌পিএ‌লে বর্তমান চ‌্যা‌ম্পিয়ন  আরসিবি ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ১, আহত ৯ ◈ পিএসজিতে দুই মওসুম কাটা‌লেও মোটেও উপভোগ করেননি মেসি ◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও)

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২১, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিয়ের আশ্বাসে গর্ভপাত অতঃপর অস্বীকার করায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

মো.ইউসুফ মিয়া : [২] রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দি‌তে বীগত ২৪ মাস আ‌গে থে‌কেই গভীর প্রেম শুরু। তারপর বাবা মা‌য়ের চোখেফা‌কি দি‌য়ে লেখাপড়া মাষ্টা‌রের কা‌ছে যাওয়ার অজুহাত দে‌খি‌য়ে বি‌ভিন্নস্থা‌নে তা‌দের মিলা‌মিশা কর‌তো এই দুই প্র‌মিক।

[৩] সেই মেলা‌মিশার কার‌নেই এবং বি‌য়ের আশ্বাসে অবৈধ মেলামেশার পর গর্ভধারণ ক‌রে। এখন বিয়ে করতে অস্বীকার করায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে ২ দিনধরে অনশন করছে প্রেমিকা এসএসসি পরীক্ষার্থী।

[৪] ওই ছাত্রী জানায়, সে এবারের এসএসসি পরীক্ষার্থী। ২বছর ধরে উপজেলার জামালপুর ইউনিয়নের খালকুলা গ্রামের জালাল শেখ ওরফে জালুর ছেলে মাহফুজ শেখের সাথে প্রেমের সম্পর্ক। এ সম্পর্কের জের ধরে তাকে বিয়ের আশ্বাসে অবৈধ মেলামেশা করে। এতে অন্তসত্তা হয়ে পড়লে প্রেমিক মাহফুজকে জানালে সে বলে বাচ্ছা নষ্ট করে ফেলে পরে আমরা বিয়ে করবো। তার কথামতো তার দেওয়া ঔষধ খেলে পেটের সন্তান নষ্ট হয়ে যায়। তারপরও সমস্যা দেখা দিলে বিষয়টি পরিবারকে জানানো হয়। অসুস্থ অবস্থায় মধুখালী একটি ক্লিনিকে নিয়ে আল্ট্রা সনোগ্রাম করে দেখা যায় ভিতরে পচে রয়েছে। পরে সেখান থেকে ফরিদপুর পাঠানো হয় এবং অপারেশনের মাধ্যমে কোন মতে জীবনে রক্ষা পাই। বাড়ী ফিরে তাকে বিয়ের কথা বললে সে বিয়ে করতে অস্বীকার করে।

[৫] বাধ্য হয়েই আমি বৃহস্পতিবার বিয়ের দাবীতে মাহফুজের বাড়ীতে উঠেছি। আমাকে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে ও ভয়ভীতি দেখায় এমন‌কি রা‌তের অন্ধকা‌রে আমা‌কে মে‌রে পা‌শের রাস্থায় ফে‌লে দি‌বে ব‌লে ছে‌লে । এই ছে‌লে আমা‌কে বিয়ে না করা পর্যন্ত ছে‌লের বাড়ী‌তেই থাকবো।

[৬] প্রেমি‌কের বাড়ীর মালিক জালাল শেখ ওরফে জালু বলেন, আমি পুত্রবধু হিসেবে মেনে নিয়েছি। কিন্তু বিবা‌হের কথা জান‌তে চাই‌লে তারা ব‌লে প‌রে হ‌বে এই কথার ম‌ধ্যেই গোলমাল থাক‌তে পা‌রে ব‌লে এলাকাবা‌সির ধারণা ।এলাকাবা‌সি ব‌লে এই মে‌য়েটির দ্রুত সম‌য়ের ম‌ধ্যে এক‌টি সুষ্ঠ সমাধান কর‌তে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়